Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4758
ফরাসিদের আগমন
১.ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?
-১৬৬৪ সালে।
২.কে ফরাসি ইস্ট ইন্ডিয়া গঠন করেন?
-ফরাসি রাজ চতুর্দশ লুই এর অর্থসচিব কোলবাট।
৩.ফরাসিরা সর্বপ্রথম ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
-সুরাটে।
৪.ফরাসিরা কবে দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
-১৬৬৯ সালে।
৫.ফরাসিরা কোথায় দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
-মুসলিপট্টমে।
৬.ইউরোপের জাতিগুলোর মধ্যে সর্বশেষ কোন জাতি ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল?
-ফরাসি।
৭.ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যায় বাণিজ্য অধিকার লাভ করে কবে?
-১৬৯৩ সালে।
৮.কার নেতৃত্বে ফরাসিরা প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল?
-ফ্রাঁসোয়া ক্যারন।
৯.কবে ফরাসি চন্দননগরে কুঠি স্থাপনের অধিকার পায়?
-১৬৭৪ সালে।
১০.ফরাসিরা কবে পন্ডিচেরিতে উপনিবেশ স্থাপন করে?
-১৬৭৩ সালে।
১১.ওলন্দাজরা কবে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে?
-১৬৯৩ সালে।

পর্তুগিজ বণিকদের আগমণ তালিকা
নাম – সময়
বার্থোলোমিউ দিয়াজ – ১৪৯৭
ভাস্কো-দা-গামা (১ম বার) – ১৪৯৮
পেড্রো আলভারেজ ক্যাব্রাল – ১৫০০
ভাস্কো দা গামা (২য় বার) – ১৫০২
ফ্রান্সিসকো আলবুকার্ক – ১৫০৯

বাংলার ইউরোপীয় বণিকদের আগমন
নাম – ভারতে আগামন
পর্তুগিজ – ২৭ মে ১৪৯৮
ওলন্দাজ – ১৬০২ সাল
ইংরেজ – ১৬০৮ সালে
দিনেমার – ১৬২০ সালে
ফরাসি – ১৬৬৭ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    70 Views
    by fency
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]