Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4738
ডাচ বা ওলন্দাজের আগমন
১.নেদারল্যান্ডের অধিবাসী ডাচ বা ওলন্দাজরা কবে ভারতবর্ষে আসে?
-১৬০২ সালে।
২.কবে কোন যুদ্ধে ওলন্দাজদের কাছে পরাজিত হয়?
-১৭৫৯ সালে, বিদারার যুদ্ধে।
৩.কখন ওলন্দাজরা প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন?
-১৬২৫ সালে।
৪.মসলার ব্যবসায় কারা শ্রেষ্ঠ ছিল?
-ওলন্দাজ বণিকগণ।
৫. ইন্দোনেশিয়াতে কারা উপনিবেশ স্থাপন করেছিল?
-ডাচ বা ওলন্দাজরা।
৬.ওলন্দাজরা কবে ভারতবর্ষ ত্যাগ করে?
-১৮০৫ সালে।

ডেনিশদের আগমন
১.ডেনমার্কের অধিবাসী দিনেমাররা কবে বাণিজ্য কুঠি স্থাপন করে?
-১৬২০ সালে।
২.দিনেমাররা কবে বাণিজ্য কুঠি বিক্রি করে ভারতবর্ষ ত্যাগ করে?
-১৮৪৫ সালে।

ইংরেজদের আগমন
১.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?
-১৬০০ সালে।
২.ইংরেজরা কখন সর্বপ্রথম বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করার উদ্যোগ শুরু করে?
-১৬১৬ সালে।
৩.কবে কোন সম্রাটের সাথে চুক্তির মাধ্যমে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে?
-১৬২৩ সালে, মোঘল সম্রাট জাহাঙ্গীর।
৪.ইংরেজ কোম্পানি কখন বাংলাদেশে যথার্থভাবে ব্যবসা-বাণিজ্যের সূত্রপাত ঘটায়?
-১৬৬১-৬২ সালে।
৫.বাংলাদেশে ইংরেজদের সাথে মোঘলদের সংঘর্ষ বাঁধে কখন?
-১৬৮৬ সালে।
৬.কত সালে ইংরেজ ও মোঘলদের মধ্যে শান্তি স্থাপিত হয়?
-১৬৯০ সালে।
৭.কলিকাতা নগরীর পত্তন হয় কার নেতৃত্বে?
-জব চার্নক।
৮.ক্যাপ্টেন হকিন্স কার সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমণ করেন?
-ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের।
৯.ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে কোনদূর্গকে কেন্দ্র করে?
-ফোর্ট উইলিয়াম দুর্গ।
১০.বাংলার সুবেদার শাহ সুজার অনুমোদন লাভ করে কবে ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন?
-১৬৫৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    70 Views
    by fency
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]