- Mon Dec 07, 2020 4:29 pm#4728
১.ইসলাম শাহের মৃত্যুর পর তার পুত্র ফিরুজ শাহ কত বছর বয়সে সিংহাসনে আরোহন করেন?
-১২ বছর
২.সুলেমান কররানী বাংলায় কত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন?
-প্রায় ৭ বছর
৩.কালাপাহাড় কে ছিলেন?
-সুলেমান কররানীর সেনাপতি
৪.বারভুঁইয়াদের নেতা কে ছিলেন?
-ঈশা খান
৫.ঈশা খানের রাজধানী কোথায় অবস্থিত?
-সোনারগাঁও
৬.কত সালে ঈসা খানের মৃত্যু হয়?
-১৫৯৯ সালে
৭.১৬০৫ সালে আকবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন?
-জাহাঙ্গীর
৮.সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে কোন মুঘল সুবাদার বারো ভুইয়াদের দমন করেন?
-ইসলাম খান
৯.প্রতাপাদিত্যের রাজধানী কোথায় ছিল?
-ধুমঘাঁটি
১০.সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার বার ভুইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তি শালী ছিলেন কে?
-মুসা খান
১১.মুসা খানের রাজধানী কোথায় ছিল?
-সোনারগাঁও
১২.মুঘল সম্রাট আকবর কখন তার অন্যতম সেনাপতি শাহবাজ খানকে বাংলার সুবাদার নিযুক্ত করেন?
-১৫৮৩ সালে
১৩.সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরের প্রকৃত নাম কী?
-সেলিম
১৪.ভুইয়া অর্থ কী?
-ভূস্বামী
১৫.বাংলার রাজধানী ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
-সুবাদার ইসলাম খান
১৬.সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার শেষ সুবাদার কে ছিলেন?
-ফিদাই খান
১৭.ধোলাই খাল কখন করেন কে?
-ইসলাম খান
১৮.সোনারগাঁ এর প্রাচীন নাম কী?
-সুবর্ন গ্রাম
১৯.ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয়?
-১৬১০ সালে
২০.কখন থেকে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয়?
-১৭১৭ সালে
২১.সম্রাট শাহজাহান কখন বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরে প্রকাশ করেন?
-১৬২৪ সালের ২৯ এপ্রিল
২২.কে ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান?
-মুর্শিদকুলী খান
২৩.মুর্শিদকুলী খান বাংলা সুবাকে কতটি মহলে ভাগ করেন?
-১৬৬০টি
২৪.প্রতিটি মহলের প্রধান কর্মচারিকে কি বলা হতো?
-আমিল
২৫.আলীবর্দীর সময়ে বাংলার রাজধানী কোথায় ছিল?
-মুর্শিদাবাদ
-১২ বছর
২.সুলেমান কররানী বাংলায় কত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন?
-প্রায় ৭ বছর
৩.কালাপাহাড় কে ছিলেন?
-সুলেমান কররানীর সেনাপতি
৪.বারভুঁইয়াদের নেতা কে ছিলেন?
-ঈশা খান
৫.ঈশা খানের রাজধানী কোথায় অবস্থিত?
-সোনারগাঁও
৬.কত সালে ঈসা খানের মৃত্যু হয়?
-১৫৯৯ সালে
৭.১৬০৫ সালে আকবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন?
-জাহাঙ্গীর
৮.সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে কোন মুঘল সুবাদার বারো ভুইয়াদের দমন করেন?
-ইসলাম খান
৯.প্রতাপাদিত্যের রাজধানী কোথায় ছিল?
-ধুমঘাঁটি
১০.সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার বার ভুইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তি শালী ছিলেন কে?
-মুসা খান
১১.মুসা খানের রাজধানী কোথায় ছিল?
-সোনারগাঁও
১২.মুঘল সম্রাট আকবর কখন তার অন্যতম সেনাপতি শাহবাজ খানকে বাংলার সুবাদার নিযুক্ত করেন?
-১৫৮৩ সালে
১৩.সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরের প্রকৃত নাম কী?
-সেলিম
১৪.ভুইয়া অর্থ কী?
-ভূস্বামী
১৫.বাংলার রাজধানী ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
-সুবাদার ইসলাম খান
১৬.সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার শেষ সুবাদার কে ছিলেন?
-ফিদাই খান
১৭.ধোলাই খাল কখন করেন কে?
-ইসলাম খান
১৮.সোনারগাঁ এর প্রাচীন নাম কী?
-সুবর্ন গ্রাম
১৯.ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয়?
-১৬১০ সালে
২০.কখন থেকে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয়?
-১৭১৭ সালে
২১.সম্রাট শাহজাহান কখন বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরে প্রকাশ করেন?
-১৬২৪ সালের ২৯ এপ্রিল
২২.কে ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান?
-মুর্শিদকুলী খান
২৩.মুর্শিদকুলী খান বাংলা সুবাকে কতটি মহলে ভাগ করেন?
-১৬৬০টি
২৪.প্রতিটি মহলের প্রধান কর্মচারিকে কি বলা হতো?
-আমিল
২৫.আলীবর্দীর সময়ে বাংলার রাজধানী কোথায় ছিল?
-মুর্শিদাবাদ