Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4712
১.দাঁতের শক্ত আবরণ গড়ে তোলে কোন কোন খনিজ লবণ?
-ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্লোরিন ও ফ্লোরিন।
২.স্থৈতিকশক্তি কোন প্রকার শক্তির রূপান্তর?
-সৌর শক্তির।
৩.কোন পদার্থগুলো হাড় তৈরির জন্য দরকারি?
-ক্যালসিয়াম, ফসফরাস, খনিজ লবণ ও ভিটামিন ডি।
৪.সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থোকে?
-খনিজ পদার্থ ও ভিটামিন।
৫.ভিটামিন সি সমৃদ্ধ ফল কী কী?
-লেবু, আমড়া, কমলা, পেয়ারা, আমলকি।
৬.কচু শাক খেলে গলা চুলকায় কেন?
-ক্যালসিয়াম অক্সালেট থাকায়।
৭.জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার উপাদান কী?
-উৎসেচক।
৮.কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে?
-ভিটামিন-কে।
৯.শর্করার কাজ কী?
-দেহে তাপ উৎপাদন করে শক্তি প্রদান করা।
১০.মানবদেহে কত অংশ ধাতব লবণ দ্বারা গঠিত?
-১/২৫ ভাগ।
১১.বাংলাদেশের সাধারণ মানুষ মাছ থেকে কি পরিমাণ প্রাণিজ প্রোটিন গ্রহণ করে?
-প্রায় ৮০%।
১২.মানবদেহে বিদ্যমান বিঠামিনগুলোকে কিভাবে ভাগ করা যায়?
-চর্বিতে এবং পানিতে দ্রবীভূত করে।
১৩.দেহে স্নেহ জাতীয় পদার্থের কাজ কী?
-দেহে তাপ উৎপন্ন করা।
১৪.কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়?
-ভিটামিন-বি১২।
১৫.চর্বিতে দ্রবীভূত ভিটামিন কী কী?
-এ, ডি, ই এবং কে।
১৬.টারটারিক এসিড কিসে পাওয়া যায়?
-তেঁতুলে।
১৭.স্নেহ জাতীয় উপাদান বেশি থাকে কোন খাদ্যে?
-দুধে।
১৮.ক্যালসিয়াম ও পটাসিয়াম পেশীর কোন কাজে সাহায্য করে?
-সংকোচন।
১৯.ক্যারোটিন কিসের নাম?
-ভিটামিন এ এর।
২০.শর্করা কি কি মৌলিক উপাদান নিয়ে তৈরি?
-শর্করা, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এ তিনটি উপাদান নিয়ে শর্করা তৈরি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]