Page 1 of 1

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত তথ্য: পার্ট-০৫

Posted: Sun Dec 06, 2020 12:31 pm
by Mdhannanali42
১.বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী?
-দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা।
২.ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা নদীর ওপর নির্মিত বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১ এর দৈর্ঘ্য কত?
-৩০৫১ ফুট।
৩.বঙ্গবন্ধু সেতু নির্মাণ প্রকল্প সরকার কবে হাতে নেয়?
-১৯৮৫ সালে।
৪.কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু বহুমুখী সেতুর প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে?
-৫ টাকায়।
৫.হার্ডিঞ্জ ব্রিজ তৈরিতে কত সময় লেগেছিল?
-৩ বছর।
৬.বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেল সেতু কোন নদীর ওপর নির্মিত?
-মেঘনা ।
৭.বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১ কোন নদীর ওপর নির্মাণ করা হয়?
-মেঘনা।
৮.বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-২ কোন নদীর ওপর নির্মাণ করা হয়?
-মেঘনা-গোমতী।
৯.বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু ও রেল সেতু কোনটি?
-পদ্মা সেতু।
১০.কোন জেলাদ্বয় বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে অবস্থিত?
-সিরাজগঞ্জ ও টাঙ্গাইল।
১১.বঙ্গবন্ধু সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম কে স্থাপন করেন?
-লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ।
১২.বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার বঙ্গবন্ধু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে?
-১৯৯৪ সালের ১০ এপ্রিল।
১৩.বঙ্গবন্ধু সেতুর লেনের সংখ্যা কত?
-৪টি
১৪.বঙ্গবন্ধু সেতুতে পাইলের সংখ্যা কত?
-১২১টি
১৫.বঙ্গবন্ধু সেতুর স্থায়িত্ব কত বছর ধরা হয়েছে?
-১২০ বছর।
১৬.উদ্বোধনের সময় দৈর্ঘ্যের দিক থেকে বঙ্গবন্ধু সেতুর অবস্থান পৃথিবীতে কত ছিল?
-১১ তম ।
১৭.বাংলাদেশ ছাড়া অপর কয়টি দেশ বা সংস্থা বঙ্গবন্ধু সেতুতে ব্যয় বহন করেছে?
-৩টি।
১৮.বঙ্গবন্ধু সেতু নির্মাণে কতজন বাংলাদেশী শ্রমিক নিয়েজিত ছিল?
-চার হাজার।
১৯.বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে ঢাকার সাথে কোন অঞ্চলের যোগাযোগ স্থাপিত হয়?
-দেশের উত্তরাঞ্চলের।
২০.বঙ্গবন্ধু সেতু কে আণুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন?
-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১.পদ্মা সেতুর প্রস্থ কত?
-১৮.১০ মিটার।
২২.বঙ্গবন্ধু সেতুর নির্মাণ কাজ কোন তারিখে শেষ হয়?
-২৩ মার্চ, ১৯৯৮ সালে।
২৩.বঙ্গবন্ধু সেতুতে কতটি পিলার আছে?
-৫০টি।
২৪.বঙ্গবন্ধু সেতুর স্প্যান সংখ্যা কত?
-৪৯টি।
২৫.লালন শাহ সেতুর দৈর্ঘ্য কত?
-১.৭৮৬ কিমি।