Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4705
১.বাংলাদেশ আইএমএফ এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালের –
-১৭ জুন
২.বাংলাদেশ প্রথম অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে কোন দেশের সাথে?
-সোভিয়েত ইউনিয়ন
৩.যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছেন?
-প্রেসিডেন্ট বিল ক্লিনটন
৪.বিল ক্লিনটন কবে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন?
-২০ মার্চ ২০০০
৫.সার্ক গঠনের উদ্যোক্তা ছিলেন –
-বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান
৬.বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সিআইডিএ কোন দেশের সংস্থা?
-কানাডা
৭.বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করে –
-১৯৭৬ সাল থেকে
৮.কসোভোকে বাংলাদেশে কবে স্বীকৃতি প্রদান করে?
-২৭ ফেব্রুয়ারি ২০১৭
৯.বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
-কমনওয়েলথ
১০.স্বাধীনতা যুদ্ধকালীন কোন দেশ বাংলাদেশে যুদ্ধ বন্ধ সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাবে ভেটো প্রদান করে?
-সোভিয়েত ইউনিয়ন
১১.বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের প্রস্তাবে কোন দেশে ভেটো প্রদান করেছিল?
-চীন
১২.কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
-সেনেগাল
১৩.বাংলাদেশ কোন জাতিসংঘ শান্তি মিশনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
-UNIIMOG
১৪.বাংলাদেশ জাতিসংঘ ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক গ্রুপ ইরাক এ অংশগ্রহণ করে –
-১৯৮৮ সালে
১৫.হিউম্যান রাইটস কমিশিয়ন এর চেয়ারম্যান হিসেবে কোন বাংলাদেশি দায়িত্ব পালন করেন?
-আবু সাঈদ চৌধুরী
১৬.কোন বাংলাদেশী ইএসসিএপি নির্বাহী সচিব হিসেবে কাজ করেন?
-শাহ এ এম এস কিবরিয়া
১৭.১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন?
-নিশাত মজুমদার
১৮.নিম্নের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
-ইউনেস্কো
১৯.বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি?
-জাপান
২০.বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি?
-সিলেট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    708 Views
    by rana
    0 Replies 
    447 Views
    by rana
    0 Replies 
    338 Views
    by tasnima
    0 Replies 
    2286 Views
    by masum
    0 Replies 
    2057 Views
    by mousumi

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]