- Sun Dec 06, 2020 8:45 am#4697
১.সুজাউদ্দিন কবে আলীবর্দীকে মহব্বত জং উপাধি দেন?
-১৭৩৪ সালে।
২.আলীবর্দী কাকে পরাজিত করে বাংলার নবাব হন?
-সরফরাজকে।
৩.আলীবর্দী খান কবে বাংলার নবাব হিসেবে স্বীকৃতি লাভ করেন?
-এপ্রিল ১৭৪০ সালে।
৪.তিনি কবে সমগ্র বাংলা, বিহার ও উড়িষ্যার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন?
-১৭৪১ সালে।
৫.তার সময়ে প্রথম মারাঠা আক্রমণ সংঘঠিত হয় কবে?
-১৭৪২ সালে।
৬.কবে মারাঠাদের সাথে নাগপুর শান্তি চুক্তি করেন?
-১৭৫১ সালে।
৭.আলীবর্দী খানের সময়কালে বাংলার রাজধানী কোথায় ছিল?
-মুর্শিদাবাদ।
৮.ঘসেটি বেগম কে ছিলেন?
-নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা
৯.আলীবর্দী খানের সর্বকণিষ্ঠ কন্যার নাম কী?
-আমিনা বেগম
১০.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১০ এপ্রিল ১৭৫৬ সালে।
সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধ
১.সিরাজউদ্দৌলার জন্ম কবে?
-১৭৩৩ সালে।
২.সিরাজউদ্দৌলার পুরো নাম কী?
-মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা
৩.সিরাজউদ্দৌলা কার দৌহিত্র ছিলেন?
-নবাব আলীবর্দী খান।
৪.নবাব আলীবর্দী খান কবে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী ঘোষণা করেন?
-১৭৫২ সালের মে মাসে।
৫.সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
-২২ বছর
৬.সিরাজউদ্দৌলার কবর কোথায় অবস্থিত?
-মুর্শিদাবাদের নিকট খোশনগরে।
৭.পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
-ভাগীরথী নদীর তীরে।
৮.পলাশীর যুদ্ধ হয়েছিল কবে?
-২৩ জুন ১৭৫৭ সালে।
৯.পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?
-নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১০.পলাশীর যুদ্ধের ফলাফল কী ছিল?
-প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় সিরাাজউদ্দৌলা পরাজিত হয়।
-১৭৩৪ সালে।
২.আলীবর্দী কাকে পরাজিত করে বাংলার নবাব হন?
-সরফরাজকে।
৩.আলীবর্দী খান কবে বাংলার নবাব হিসেবে স্বীকৃতি লাভ করেন?
-এপ্রিল ১৭৪০ সালে।
৪.তিনি কবে সমগ্র বাংলা, বিহার ও উড়িষ্যার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন?
-১৭৪১ সালে।
৫.তার সময়ে প্রথম মারাঠা আক্রমণ সংঘঠিত হয় কবে?
-১৭৪২ সালে।
৬.কবে মারাঠাদের সাথে নাগপুর শান্তি চুক্তি করেন?
-১৭৫১ সালে।
৭.আলীবর্দী খানের সময়কালে বাংলার রাজধানী কোথায় ছিল?
-মুর্শিদাবাদ।
৮.ঘসেটি বেগম কে ছিলেন?
-নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা
৯.আলীবর্দী খানের সর্বকণিষ্ঠ কন্যার নাম কী?
-আমিনা বেগম
১০.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১০ এপ্রিল ১৭৫৬ সালে।
সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধ
১.সিরাজউদ্দৌলার জন্ম কবে?
-১৭৩৩ সালে।
২.সিরাজউদ্দৌলার পুরো নাম কী?
-মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা
৩.সিরাজউদ্দৌলা কার দৌহিত্র ছিলেন?
-নবাব আলীবর্দী খান।
৪.নবাব আলীবর্দী খান কবে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী ঘোষণা করেন?
-১৭৫২ সালের মে মাসে।
৫.সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
-২২ বছর
৬.সিরাজউদ্দৌলার কবর কোথায় অবস্থিত?
-মুর্শিদাবাদের নিকট খোশনগরে।
৭.পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
-ভাগীরথী নদীর তীরে।
৮.পলাশীর যুদ্ধ হয়েছিল কবে?
-২৩ জুন ১৭৫৭ সালে।
৯.পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?
-নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১০.পলাশীর যুদ্ধের ফলাফল কী ছিল?
-প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় সিরাাজউদ্দৌলা পরাজিত হয়।