Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4682
১.বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?
-মুর্শিদকুলী খান।
২.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
-মুর্শিদকুলী খান।
৩.বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
-সিরাজউদ্দৌলা।

মুর্শিদকুলী খান
১.মুঘল সম্রাজ্যের আওরঙ্গজেব কর্তৃক নিযুক্ত বাংলার শেষ দীউয়ান ছিলেন কে?
-মুর্শিদকুলী খান।
২.মুঘল সম্রাট আওরঙ্গজেব কবে মুর্শিদকুলী খানকে ‘করতলব খান’ উপাধি দিয়ে বাংলার দিউয়ান নিযুক্ত করেন?
-১৭০০ সালে।
৩.কত সালে তিনি মুর্শিদকুলী খান উপাধি লাভ করেন?
-১৭০৩ সালে।
৪.কে মকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখেন?
-সম্রাট আওরঙ্গজেব।
৫.কখন মুর্শিদকুলী খান বাংলার নাজিম পদে উন্নীত হন?
-১৭১৬ সালে।
৬.কত সালে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়?
-১৭১৭ সালে।
৭.মুর্শিদাবাদ প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার নাম কী?
-মাল জমিনী।
৮.মুর্শিদকুলী খান কাকে তার উত্তরাধিকারী মনোনিত করে যান?
-তার দৈৗহিত্র সরফরাজ খান।
৯.মুর্শিদকুলী খান তকে মৃত্যুবরণ করেন?
-৩০ জুন ১৭২৭ সালে

সুজাউদ্দীন মুহম্মদ খান
১.সুজাউদ্দীন কে ছিলেন?
-মুর্শিদকুলী খানের জামাতা।
২.সুজাউদ্দীন কবে বাংলার নবাব হন?
-১৭২৭ সালে।
৩.সুজাউদ্দীনের মৃত্যু হলে কে বাংলার নবাব হন?
-তার পযুত্র সরফরাজ।

আলীবর্দী খান
১.আলীবর্দী খান কে ছিলেন?
-বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব।
২.আলীবর্দী খানের প্রকৃত নাম কী?
-মির্জা মুহম্মদ আলী।
৩.আলীবর্দী খান কবে বাংলায় আসেন?
-১৭২০ সালে।
৪.কে বিহারকে বাংলার সুবাহার সাথে একীভূত করেন?
-সম্রাট মুহম্মদ শাহ।
৫.সুজাউদ্দিন কবে আলীবর্দীকে বিহারের শাসনভার অর্পন করেন?
-১৭৩৩ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4370 Views
    by raja
    0 Replies 
    10242 Views
    by shohag
    0 Replies 
    7087 Views
    by mousumi
    0 Replies 
    15067 Views
    by shahan
    0 Replies 
    3915 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]