Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4669
১.সওজ কী?
-সড়ক ও জনপথ।
২.বাংলাদেশে সড়ক পরিবহন ব্যবস্থা উন্নয়নে কাজ করে কোন সংস্থা?
-বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা।
৩.ঢাকা শহরের মোট আয়তনের কত ভাগ রাস্তা?
-শতকরা ৮ ভাগ।
৪.স্বাধীনতাত্তোর কালে মোট সড়ক নেটওয়ার্কের পরিমাণ কত ছিল?
-প্রায় ৪,০০০ কিমি।
৫.বর্তমানে বাংলাদেশের রেল পথের দৈর্ঘ্য কত?
-২,৯৫৬ কিমি।
৬.কবে থেকে দেশে লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স চালু হয়?
-১৯৮৯ সালে।
৭.বাংলাদেশ প্রথম কোথায় প্রাচীন টমটম গাড়ি চলাচল করে?
-ঢাকায়।
৮.ঢাকায় প্রথম ট্যাক্সি ক্যাব চালু হয় কবে?
-৫ জুলাই ১৯৯৮।
৯.বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়?
-৩ ভাগে।
১০.স্থলপথকে কি কি ভাগে ভাগ করা যায়?
-সড়কপথ ও রেলপথ।
১১.বাংলাদেশে সর্বাধিক গুরুত্বপূর্ন ও বিস্তত পরিবহন পথ কোনটি?
-সড়ক পথ।
১২.সড়কপথে কয়েকটি প্রধান যানবাহনের নাম কী?
-মোটর গাড়ি, বাস, ট্রাক ইত্যাদি।
১৩.পৃথিবীতে কি পরিমাণ পাকা সড়ক আছে?
-১.৫ কোটি কিলোমিটারের বেশি পাকা সড়কপথ রয়েছে।
১৪.যুক্তরাষ্ট্রে কত কিমি পাকা সড়ক রয়েছে?
-৫৫ লক্ষ কিমি।
১৫.কোন দেশে সবচেয়ে বেশি পাকা সড়ক রয়েছে?
-যুক্তরাষ্ট্রে।
১৬.কোন দেশে দ্বিতীয় সর্বাধিক পাকা সড়ক আছে?
-জাপানে।
১৭.আয়তনের তুলনায় সবচেয়ে বেশি সড়ক কোন দেশে রয়েছে?
-জাপানে।
১৮.জাপানে কি পরিমাণ পাকা সড়ক আছে?
-১১ লক্ষ ১৮ হাজার কিমি।
১৯.যুক্তরাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে কি পিরিমাণ সড়ক রয়েছে?
-১.৪ কিমি।
২০.বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু কোথায় অবস্থিত?
-রাঙামাটি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by tumpa
    0 Replies 
    16 Views
    by apple
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]