Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4666
এশিয়া
ভিক্টোরিয়া – হংকং এর রাজধানী। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ বন্দর এবং বস্ত্র ও জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত।
আভা – মিয়ানমারে অবস্থিত। প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ এর জন্য বিখ্যাত।
জেরুজালেম – ইসরাইলের রাজধানী। মুসলমান, খ্রিস্টান ও ইহুদী এই তিন ধর্মের মানুষের কাছে এটি পবিত্র নগরী নামে পরিচিত।
আবাদান – ইরানের একটি তেলসমৃদ্ধ শহর। খনিজ তেলের শোধনাগার এখানে অবস্থিত।
ম্যানিলা – এশীয় উন্নয়ন ব্যাংক এবং ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় অবস্থিত।
সিরাজ – ইরানে অবস্থিত আতরের জন্য বিখ্যাত।
ইস্ফাহান – ইরানের প্রাচীন রাজধানী ও বাণিজ্য পথের সঙ্গমস্থল।
ইয়োকোহামা – জাপানের বৃহত্তম বন্দর, প্রসিদ্ধ বস্ত্র ও রেশম শিল্প কেন্দ্র।
ইস্তানবুল –এটি এশিয়া ও ইউরোপের মধ্যে অবস্থিত।
ক্যান্ডি – মধ্য শ্রীলংকার একটি প্রাচীন শহর।
শাখালিন – উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এখানে রাশিয়ার একটি সামরিক ঘাটি আছে।
সেকেন্দ্রা – মুঘল সম্রাট আকবরের সমাধি স্থান।
পামির – মধ্য এশিয়ার একটি মালভূমি।
কারবালা – ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রান্তর।
আরাফাত – সৌদি আরবের মক্কা নগরীর নিকটে অবস্থিত একটি বিখ্যাত প্রান্তর। বিশ্বনবি (সা) ঐতিহাসিক প্রান্তরে দাড়িয়ে বিদায় ভাষণ দেন।
হেবরন মসজিদ – ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে অবস্থিত ঐতহাসিক মসজিদ।
অনুরাধাপুর – শ্রীলংকার প্রত্মতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ধ্বংসপ্রাপ্ত প্রাচীন শহর।
তক্ষশিলা – পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকট অবস্থিত বৌদ্ধ সভ্যতার অন্যতম বিখ্যাত স্থান।
পানমুনজন গ্রাম – ১৯৫৩ সালের যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী ও অসামরিক এলাকাটি গঠন করা হয়।
ফাতেহপুর সিক্রি – আগ্রা হতে ৪১ কিমি দূরে অবস্থিত একটি স্থান। এখানে সম্রাট আকবর একটি শহর নির্মান করেন।
আরারাত – তুরস্কের একটি পর্বত। হযরত নূহ (আ) মহাপ্লাবনের সময় এ পর্বতশৃঙ্গে আটকে ছিলেন বলে মনে করা হয়।
অ্যাডাম ব্রিজ – শ্রীলংকা ও ভারতের মধ্যে অবস্থিত একটি কিছু ক্ষুদ্র দ্বীপ।
পশ্চিম তীর – জর্ডান নদীর তীরে পার্বত্য সমভূমি অঞ্চল। ১৯৬৭ সালে ইসরাইল যুদ্ধে ইসরাইল এ অঞ্চলটি দখল করে।
হরপ্পা – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারী জেলায় অবস্থিত। সিন্ধু সভ্যতার নির্দশন পাওয়া গেছে।
পলাশী – পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক প্রান্তর। এখানে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]