Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4661
১.কে ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপন করেন?
-ইসলাম খান।
২.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় বাংলার সুবেদার কে ছিলেন?
-ইসলাম খান।
৩.ইসলাম খান কতদিন যাবৎ বাংলার সুবেদার ছিলেন?
-১৬০৮-১৬১৩ সাল পর্যন্ত।
৪.ঢাকার আগে বাংলার রাজধানী ছিল কোথায়?
-রাজমহলে।
৫.ত্রিপুরা রাজ্য জয় কার কৃতিত্ব?
-ইব্রাহীম খান ফাতেহ জঙ্গ।
৬.বাংলার সুবেদার ইব্রাহীম খানের সাথে দিল্লি রাজপ্রাসাদের কি সম্পর্ক ছিল?
-ইব্রাহীম খা্ন ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভ্রাতা।
৭.যাত্রাপুর দুর্গ কোন নদীর তীরে অবস্থিত?
-করতোয়া।
৮.কোন মুঘল সম্রাট কুচবিহার রাজ্য সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যভুক্ত করেন?
-সম্রাট আওরঙ্গজেবের সময়।
৯.কার নামানুসারে কুচবিহারের রাজধানীর নাম রাখা হয় আলমগীরনগর?
-সম্রাট আওরঙ্গজেবের।
১০.মীর জুমলা কোন সময়ে বাংলার সুবেদার ছিলেন?
-১৬৬০-১৬৬৩ খ্রি.।
১১.কে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন?
-শাহজাদা আযম।
১২.শাহযাদা মুহাম্মদ আযম কে ছিলেন?
-সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৩.কোন ইংরেজ চিকিৎসকের চিকিৎসায় শাহ সুজা সন্তুষ্ট হন?
-জেব্রাইল ব্রাউটন।
১৪.কোন সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
-১৫৭৬ সালে।

শায়েস্তা খান
১.শায়েস্তা খানের আসল নাম কী?
-মি আবু তালিব।
২.কে তাকে শায়েস্তা খান উপাধিতে ভূষিত করেন?
-সম্রাট জাহাঙ্গীর।
৩.চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে?
-সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান।
৪.চকবাজার মসজিদ ও সাত গম্বুজ মসজিদ এর সাথে কার নাম জড়িত?
-শায়েস্তা খান।
৫.পরীবিবি কে ছিলেন?
-শায়েস্তা খানের কন্যা।
৬.পরীবিবির মৃত্যু হয় কত সালে?
-১৬৮৪ সালে।
৭.লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাস কী?
-ইরান দুখত।
৮.পরীবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?
-শায়েস্তা খান।
৯.কার আক্রমণে শায়েস্তা খানের আঙ্গুল কেটে যায়?
-শিবাজী ও্র তার অনুচরদের আক্রমণে।
১০.শায়েস্তা খানের সময়ে চালের দাম ছিল কিরূপ?
-টাকায় আট মণ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2108 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]