Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4657
১.আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
-মোহাম্মদ আলী পাশা।
২.সুয়েজ খাল কোথায় অবস্থিত?
-মিশরে।
৩.সুয়েজ খাল কখন জাতীয়করণ করা হয়?
-১৯৫৬ সালে।
৪.কখন ইঙ্গ-মিশরীয় চুক্তি হয়?
-১৯৩৬ সালে।
৫.১৯৫২ সালের মিশরীয় বিপ্লবের নায়ক কে?
-কর্নেল জামাল আবদেল নাসের।
৬.মিশরের বর্তমান প্রেসিডেন্ট কে?
-আবদেল ফাতাহ আল সিসি।
৭.আরব লীগ কখন জন্মলাভ করে?
-১৯৪৫ সালের মার্চ মাসে।
৮.অন্ধকার যুগে আরবরা ফিরিশতাগণকে কি মনে করত?
-আল্লাহর মেয়ে।
৯.অন্ধকার যুগে যারা আল্লাহর একাত্ববাতে বিশ্বাস করতো তাদের বলা হতো কী?
-হানিফ।
১০.ওরাকা বিন নওফল কে ছিলেন?
-হযরত খাদিজা (রা) এর চাচাত ভাই।
১১.হযরত মুহম্মদ (সা) কোন নবীর বংশধর?
-হযরত ইসমাইল (আ)।
১২.কুরাইশ শব্দের অর্থ কী?
-একত্রকারী।
১৩.দারুন নাদওয়া কী?
-কুরাইশদের মন্ত্রণাগৃহ।
১৪.মা আমিনার পিতার নাম কী?
-ওহাব বিন আবদ মানাফ।
১৪.নবী করিম (সা) হালিমার গৃহে কত বছর লালিত-পালিত হয়েছিলেন?
-ছয় বছর।
১৫.মহানবী (সা) মদিনায় গিয়ে যে মসজিদ নির্মাণ করেন তাকে কী বলা হয়?
-মসজিদে নববী।
১৬.মসজিদে নববী কি দ্বারা নির্মাণ করা হয়?
-খেজুর পাতা ও মাটির দেয়াল দ্বারা।
১৭.আবদুল্লাহ ইবনে ওবাই কে ছিল?
-মদিনার মুনাফিকদের দলপতি।
১৮.ইহুদিদের কোথায় নির্বাসন দেয়া হয়?
-সিরিয়ায়।
১৯.তাবুক অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন?
-খালিদ বিন ওয়ালিদ।
২০.খন্দকের যুদ্ধে মহানবি (সা) কি পরিমাণ সৈন্য নিয়ে যুদ্ধ মোকাবেলা করেন?
-তিন হাজার সৈন্য নিয়ে।
২১.অমুসলমানদের কি কর দিতে হতো?
-জিযিয়া কর।
২২.হযরত আলী (রা) কোথাকার শাসনকর্তা ছিলেন?
-ইয়ামামার।
২৩.মহানবী (সা) পতিত জমি কী করতেন?
-সাহাবিদিগকে জায়গীর হিসেবে দিতেন।
২৪.তখনকার খেজুর কি হিসেবে ব্যবহার করা হতো?
-জীবনধারনের উপাদান হিসেবে।
২৫.কুরআন ও সুন্নাহর নীতি কোন সময় প্রতিপালিত হয়েছিল?
-খোলাফায়ে রাশেদিন-এর সময়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1997 Views
    by tamim
    0 Replies 
    1636 Views
    by raja
    0 Replies 
    1572 Views
    by mousumi
    0 Replies 
    2027 Views
    by kajol
    0 Replies 
    1732 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]