Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4651
শিক্ষা প্রশাসন
১.শিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Education.
২.শিক্ষা মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭২ সালে।
৩.জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৯ সালে।
৪.বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো প্রতিষ্ঠা কবে?
-২৭ অক্টোবর ১৯৭২।
৫.পরিদর্শন ও অডিট অধিদপ্তর এর প্রতিষ্ঠা কবে?
-১ অক্টোবর ১৯৮০।
৬.বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর প্রতিষ্ঠা কবে?
-মার্চ ২০০৫ সালে।
৭.NTRCA এর সদর দপ্তর কোথায়?
-কলাবাগান, ঢাকা।
৮.প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?
-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৯.PMED এর পূর্নরূপ কী?
-Primary and Mass Education Division.
১০.প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কি?
-মহাপরিচালক।
১১.জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা কবে?
-১৯৭৮ সালে।
১২.NAPE এর পূর্নরূপ কী?
-National Academy for Primary Education.
১৩. NAPE কোথায় অবস্থিত?
-ময়মনসিংহ শহরে।
১৪.প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
-১ মার্চ ১৯৮১।
১৫.প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Primary and Mass Education.
১৬.প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব নাম কী?
-প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ।
১৭.প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কবে সৃষ্টি করা হয়?
-১৯৯২ সালে।
১৮.প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১৯.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক অফিস কতটি?
-৯টি।
২০.বাংলাদেশের শিক্ষা বিভাগ এর প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
-নায়েম।
২১.বাংলাদেশের শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত?
-ব্যানবেইস।
২২.ব্যানবেইস এর প্রতিষ্ঠা কবে?
-১৯৭৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    655 Views
    by bdchakriDesk
    0 Replies 
    553 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1165 Views
    by bdchakriDesk
    0 Replies 
    637 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2544 Views
    by rajib

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]