- Thu Dec 03, 2020 11:06 am#4650
সড়ক পথ
১.সড়ক ও জনপথ অধিদপ্তর কবে গঠন করা হয়?
-১৯৬২ সালে।
২.RHD এর পূর্নরূপ কী?
-Roads and Highways Department.
৩.সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-Construction and Building.
৪.সড়ক ও জনপথ অধিদপ্তর এর অবস্থান কোথায়?
-রমনা, ঢাকা।
৫.সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বিভিন্ন শ্রেনীর সড়ক রয়েছে কত কিমি?
-২১,৫৯৬ কিমি।
৬.কবে থেকে ঢাকা শহরের যানবাহন চলাচলের গতিসীমা নির্ধারিত হয়?
-৩ মার্চ ১৯৮২ সালে।
৭.বাংলাদেশ প্রথম প্রতিষ্ঠিত যানবাহনের কারখানাটির নাম কী?
-প্রগতি ইন্ডাস্ট্রিজ।
৮.কবে থেকে দেশে লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স চালু হয়?
-১৯৮৯ সাল থেকে।
৯.বাংলাদেশে প্রথম কোথায় প্রাচীন টমটম গাড়ি চলাচল করে?
-ঢাকায়।
১০.১ আগস্ট ১৯৯৮ থেকে প্রথমবারের মতো দোতলা বাস সার্ভিস সম্প্রসারণ করা হয় উত্তরবঙ্গের কোথায়?
-রাজশাহী শহরে।
১১.ঢাকায় কোন সড়কের নাম পরিবর্তন করে নাটক সরনি রাখা হয়েছে?
-বেইলি রোড।
১২.ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হয় কবে?
-১৪ এপ্রিল ২০০৮ সালে।
বাংলাদেশ-ভারত বাস সার্ভিস
রুট – চুক্তি স্বাক্ষর – সার্ভিস চালু
ঢাকা-কলকাতা – ১৭ জুন ১৯৯৯ – ৯ জুলাই ১৯৯৯
ঢাকা-আগরতলা – ১০ জুলাই ২০০১ – ২২ সেপ্টেম্বর ২০০৩
কলকাতা-ঢাকা-আগরতলা – ৬ জুন ২০১৫ – ৬ জুন ২০১৫
ঢাকা-শিলং-গুয়াহাটি – ৬ জুন ২০১৫ – ৬ জুন ২০১৫
বাংলাদেশের ফ্লাইওভার
১.দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কী?
-মেয়র মোাহাম্মদ হানিফ ফ্লাইওভার।
২.সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মিত দেশের প্রথম প্রকল্পের নাম কী?
-মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার।
৩.নির্মাণ সমাপ্তির দিক থেকে দেশের প্রথম ফ্লাইওভারের নাম কী?
-মহাখালী ফ্লাইওভার।
৪.দেশের প্রথম বহুমুখী ফ্লাইওভারের নাম কী?
-কুড়িল ফ্লাইওভার।
৫.চট্টগ্রাম মহানগরে নির্মিত প্রথম ফ্লাইওভারের নাম কী?
-এম এ মান্নান ফ্লাইওভার।
৬.মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পাইল সংখ্যা কত?
-২,৩৬৬টি।
৭.মহাখালী ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
-১৯ ডিসেম্বর ২০০১ সালে।
১.সড়ক ও জনপথ অধিদপ্তর কবে গঠন করা হয়?
-১৯৬২ সালে।
২.RHD এর পূর্নরূপ কী?
-Roads and Highways Department.
৩.সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-Construction and Building.
৪.সড়ক ও জনপথ অধিদপ্তর এর অবস্থান কোথায়?
-রমনা, ঢাকা।
৫.সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বিভিন্ন শ্রেনীর সড়ক রয়েছে কত কিমি?
-২১,৫৯৬ কিমি।
৬.কবে থেকে ঢাকা শহরের যানবাহন চলাচলের গতিসীমা নির্ধারিত হয়?
-৩ মার্চ ১৯৮২ সালে।
৭.বাংলাদেশ প্রথম প্রতিষ্ঠিত যানবাহনের কারখানাটির নাম কী?
-প্রগতি ইন্ডাস্ট্রিজ।
৮.কবে থেকে দেশে লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স চালু হয়?
-১৯৮৯ সাল থেকে।
৯.বাংলাদেশে প্রথম কোথায় প্রাচীন টমটম গাড়ি চলাচল করে?
-ঢাকায়।
১০.১ আগস্ট ১৯৯৮ থেকে প্রথমবারের মতো দোতলা বাস সার্ভিস সম্প্রসারণ করা হয় উত্তরবঙ্গের কোথায়?
-রাজশাহী শহরে।
১১.ঢাকায় কোন সড়কের নাম পরিবর্তন করে নাটক সরনি রাখা হয়েছে?
-বেইলি রোড।
১২.ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হয় কবে?
-১৪ এপ্রিল ২০০৮ সালে।
বাংলাদেশ-ভারত বাস সার্ভিস
রুট – চুক্তি স্বাক্ষর – সার্ভিস চালু
ঢাকা-কলকাতা – ১৭ জুন ১৯৯৯ – ৯ জুলাই ১৯৯৯
ঢাকা-আগরতলা – ১০ জুলাই ২০০১ – ২২ সেপ্টেম্বর ২০০৩
কলকাতা-ঢাকা-আগরতলা – ৬ জুন ২০১৫ – ৬ জুন ২০১৫
ঢাকা-শিলং-গুয়াহাটি – ৬ জুন ২০১৫ – ৬ জুন ২০১৫
বাংলাদেশের ফ্লাইওভার
১.দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কী?
-মেয়র মোাহাম্মদ হানিফ ফ্লাইওভার।
২.সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মিত দেশের প্রথম প্রকল্পের নাম কী?
-মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার।
৩.নির্মাণ সমাপ্তির দিক থেকে দেশের প্রথম ফ্লাইওভারের নাম কী?
-মহাখালী ফ্লাইওভার।
৪.দেশের প্রথম বহুমুখী ফ্লাইওভারের নাম কী?
-কুড়িল ফ্লাইওভার।
৫.চট্টগ্রাম মহানগরে নির্মিত প্রথম ফ্লাইওভারের নাম কী?
-এম এ মান্নান ফ্লাইওভার।
৬.মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পাইল সংখ্যা কত?
-২,৩৬৬টি।
৭.মহাখালী ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
-১৯ ডিসেম্বর ২০০১ সালে।