Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4642
মুঘল সম্রাজ্যের পতন
১.মুঘল সম্রাজ্যের পতন হয় কত সালে?
-১৪ সেপ্টেম্বর ১৮৫৭ সালে।
২.মুঘল সাম্রাজ্যের স্থিতিকাল কত?
-৩০ এপ্রিল ১৮৫৭।
৩.দ্বিতীয় বাহাদুর শাহকে কোথা্য় নির্বাসন করা হয়?
-ইয়াংগুনে।
৪.পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
-১৭৬১ সালে।
৫.পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কার কার মধ্যে?
-আহমদ শাহ আবদালী ও মারাঠা শক্তির মধ্যে।
৬.মীর জুমলা কে ছিলেন?
-সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি।
৭.ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল?
-আসাম যুদ্ধে।

বাংলায় মুঘল আমল
১.বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কবে?
-১২ জুলাই ১৫৭৬ সালে।
২.কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
-রাজমহলের যুদ্ধ।
৩.রাজমহলের যুদ্ধ কত সালে সংগঠিত হয়?
-১৫৭৬ সালে।
৪.সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইতিহাস খান চিশতি সমগ্র বাংলা মুঘলদের কর্তৃত্বে আনেন কবে?
-১৬১২ সালে।
৫.বাংলায় সুলতানি শাসনের অবসান ঘটে কবে?
-১২ জুলাই ১৫৭৬ সালে।
৬.কার বিচক্ষণতায় দাউদ কররানী মুঘল আক্রমণ থেকে রক্ষা পায়?
-উজির লোদীর।
৭.কোন জায়গা হস্তান্তর করার ফলে আকবরের পক্ষে পাটনা দুর্গ দখল সম্ভব হয়?
-হাজীপুর।
৮.বিহারের কোন শাসনকর্তা খানজাহানকে বাংলা জয়ে সাহায্য করেন?
-মুজাফফর খান তুরবাতি।
৯.মুনিম খান কোন রোগে মারা যান?
-প্লেগ রোগে।
১০.কত সালে বার ভুইয়াদের নেতা ঈসা খা মুঘরনদের বশ্যতা মেনে নেয়?
-১৫৯৭ সালে।
১১.কোন মুঘল সম্রাটের সময়ে বার ভুইয়াদের দমন করা হয়?
-সম্রাট জাহাঙ্গীরের সময়।
১২.মান সিংহ কে ছিলেন?
-আকবরের সেনাপতি।
১৩.তান্ডা থেকে রাজমহলে বাংলার রাজধানী স্থাপন করেন কে?
-মান সিংহ।
১৪.প্রতাপাদিত্যের রাজধানী কোথায় ছিল?
-ধুমঘাঁটি নামক স্থানে।
১৫.ইসলাম খানের আসল নাম কী?
-মীর আবদুস সালাম।
    Similar Topics

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন