Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4623
শাহজাহান
১.সম্রাট শাহজাহান কবে জন্মগ্রহণ করেন?
-৫ জানুয়ারি ১৫৯২, লাহোরে।
২.শাহজাহানের পিতার নাম কী?
-জাহাঙ্গীর।
৩.সম্রাট শাহজাহান কবে মমতাজকে বিয়ে করেন?
-১৬১২ সালে।
৪.মমতাজ কার কন্যা?
-আসফ খাঁ।
৫.শাহজাহানের বাল্য নাম কী?
-খুররম।
৬.যুবরাজ খুররম কবে শাহজাহান উপাধিতে ভূষিত হন?
-১৬১৬ সালে।
৭.গুজরাট ও দাক্ষিণাত্যে দুর্ভিক্ষ দেখা দেয় কখন?
-১৬৩০ সালে।
৮.ফরাসি চিকিৎসক ও পর্যটক বার্নিয়ার কার আমলে ভারত পরিভ্রমণে আসেন?
-শাহজাহান।
৯.কে বাংলাদেশকে ভারতের শস্যভান্ডার বলে বর্ণনা করেছিলেন?
-বার্নিয়ার।
১০.তাকে কে শাহজাহান উপাধি দেন?
-পিতা সম্রাট জাহাঙ্গীর।
১১.সম্রাট শাহজাহান কবে ক্ষমতায় আসেন?
-১৬২৭ সালে।
১২.আগ্রার তাজমহল কে নির্মান করেন?
-সম্রাট শাহজাহান।
১৩.তাজমহল কোথায় অবস্থিত?
-আগ্রার যমুনা নদীর তীরে।
১৪.কোন সম্রাট প্রিন্স অব বিল্ডাস নামে খ্যাত?
-সম্রাট শাহজাহান।
১৫.সম্রাট শাহজাহানের নির্মিত সিংহাসনের নাম কী?
-ময়ূর সিংহাসন।
১৬.নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে?
-১৭৩৯ সালে।
১৭.কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন?
-পারস্যের সম্রাট নাদির শাহ।
১৮.ময়ূর সিংহাসন বর্তেমানে কোথায় আছে?
-ইরানে।
১৯.শাহজাহান মৃত্যুবরণ করেন কবে?
-১৬৬৬ সালে।

আরঙ্গজেব
১.আরঙ্গজেব কবে সিংহাসনে আরোহণ করেন?
-২১ জুলাই ১৬৫৮ সালে।
২.আলমগীর বাদশাহ গাজী কার উপাধি?
-আওরঙ্গজেব।
৩.আওরঙ্গজেবের পিতার নাম কী?
-শাহজাহান।
৪.কোন সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
-আওরঙ্গজেবকে।
৫.বার ভুইয়াদের প্রধান ছিলেন কে?
-ঈসা খা।
৬.আওরঙ্গজেব কবে মৃতু্যবরণ করেন?
-১৭০৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2108 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]