- Tue Dec 01, 2020 11:08 am#4611
UNESCO ঘোষিত ঐতিহ্য
১.জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা কত ধরনের ঐতিহ্য ঘোষণা করে?
-৩ ধরনের।
২. UNESCO কবে থেকে বিশ্ব ঐতিহ্য ঘোষনা করে?
-১৯৭৮ সাল।
৩.বাংলাদেশে UNESCO ঘোষিত ঐতিহ্য কতটি?
-৩টি।
৪.বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য তিনটির ধরন কেমন?
-২টি সাংস্কৃতিক ও ১টি প্রাকৃতিক।
৫. UNESCO কবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচি চালু করে?
-১৯৯২ সালে।
৬. UNESCO কবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর আওতায় বিশ্ব প্রামান্য ঐতিহ্য তালিকা প্রকাশ করে?
-১৯৯৭ সালে।
৭. UNESCO ঘোষিত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য কতটি?
-১টি।
৮.৭ মার্চের ভাষণকে কবে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য এর তালিকাভুক্ত করা হয়?
-৩০ অক্টোবর ২০১৭।
৯. UNESCO কবে থেকে নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষনা করে?
-২০০৮ সাল থেকে।
১০.UNESCO ঘোষিত নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
-৪টি।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য
নাম – অবস্থান – ঘোষণা – যততম
ঐতিহাসিক মসজিদের শহর – বাগেরহাট – ১৯৮৫ – ৩২১ তম
পাহাড়পুর বৌদ্ধ বিহার – নওগাঁ – ১৯৮৫ – ৩২২ তম
সুন্দরবন - -৬ডিসেম্বর ১৯৯৭ – ৭৯৮ তম
রামসার ঘোষিত ঐতিহ্য
১.রামসার কনভেনশনের অধীনে বাংলাদেশের কয়টি স্থানকে রামসার এলাকা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?
-২টি।
FAO ঘোষিত বিশ্ব কৃষি ঐতিহ্য
১.বাংলাদেশে FAO ঘোষিত কতটি কৃষি ঐতিহ্য সাইট রয়েছে?
-১টি-ভাসমান চাষ পদ্ধতি।
ভৌগোলিক নির্দেশক
১.বাংলাদেশে মোট ভৌগোলিক নির্দেশক পন্য কতটি?
-৩টি।
২.বাংলাদেশে প্রথম ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
-জামদানি।
৩.বাংলাদেশে দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
-ইলিশ।
৪.বাংলাদেশে তৃতীয় ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
-ক্ষীরশাপাতি।
৫.ভৌগোলিক নির্দেশক পণ্য আইন জাতীয় সংসদে পাস হয় কবে?
-৬ নভেম্বর ২০১৩ সালে।
৬.ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা জারি করা হয় কবে?
-২ আগস্ট ২০১৫।
১.জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা কত ধরনের ঐতিহ্য ঘোষণা করে?
-৩ ধরনের।
২. UNESCO কবে থেকে বিশ্ব ঐতিহ্য ঘোষনা করে?
-১৯৭৮ সাল।
৩.বাংলাদেশে UNESCO ঘোষিত ঐতিহ্য কতটি?
-৩টি।
৪.বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য তিনটির ধরন কেমন?
-২টি সাংস্কৃতিক ও ১টি প্রাকৃতিক।
৫. UNESCO কবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচি চালু করে?
-১৯৯২ সালে।
৬. UNESCO কবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর আওতায় বিশ্ব প্রামান্য ঐতিহ্য তালিকা প্রকাশ করে?
-১৯৯৭ সালে।
৭. UNESCO ঘোষিত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য কতটি?
-১টি।
৮.৭ মার্চের ভাষণকে কবে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য এর তালিকাভুক্ত করা হয়?
-৩০ অক্টোবর ২০১৭।
৯. UNESCO কবে থেকে নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষনা করে?
-২০০৮ সাল থেকে।
১০.UNESCO ঘোষিত নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
-৪টি।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য
নাম – অবস্থান – ঘোষণা – যততম
ঐতিহাসিক মসজিদের শহর – বাগেরহাট – ১৯৮৫ – ৩২১ তম
পাহাড়পুর বৌদ্ধ বিহার – নওগাঁ – ১৯৮৫ – ৩২২ তম
সুন্দরবন - -৬ডিসেম্বর ১৯৯৭ – ৭৯৮ তম
রামসার ঘোষিত ঐতিহ্য
১.রামসার কনভেনশনের অধীনে বাংলাদেশের কয়টি স্থানকে রামসার এলাকা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে?
-২টি।
FAO ঘোষিত বিশ্ব কৃষি ঐতিহ্য
১.বাংলাদেশে FAO ঘোষিত কতটি কৃষি ঐতিহ্য সাইট রয়েছে?
-১টি-ভাসমান চাষ পদ্ধতি।
ভৌগোলিক নির্দেশক
১.বাংলাদেশে মোট ভৌগোলিক নির্দেশক পন্য কতটি?
-৩টি।
২.বাংলাদেশে প্রথম ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
-জামদানি।
৩.বাংলাদেশে দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
-ইলিশ।
৪.বাংলাদেশে তৃতীয় ভৌগোলিক নির্দেশক পন্য কোনটি?
-ক্ষীরশাপাতি।
৫.ভৌগোলিক নির্দেশক পণ্য আইন জাতীয় সংসদে পাস হয় কবে?
-৬ নভেম্বর ২০১৩ সালে।
৬.ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা জারি করা হয় কবে?
-২ আগস্ট ২০১৫।