Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4608
১.চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে করোনাভাইরাস গোত্রের সপ্তম প্রজাতি শনাক্ত করা হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০১৯ সালে।
২.চীনে COVID-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় কবে?
-৯ জানুয়ারি ২০২০।
৩.চীনের বাইরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী কবে,কোথায় শনাক্ত করা হয়?
-১৩ জানুয়ারি ২০২০, থাইল্যান্ড।
৪.বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে কবে?
-৩০ জানুয়ারি ২০২০ সালে।
৫.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে COVID-19 নামকরণ করে?
-১১ ফেব্রুয়ারি ২০২০ সালে।
৬.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে COVID-19 কে বৈশিক মহামারি ঘোষণা করে?
-১১ মার্চ ২০২০।
৭. COVID-19 রোগের প্রাথমিক নাম কী?
-2019 Novel Corona Virus.
৮.Sars-CoV-2 এর কারণ সৃষ্ট রোগের নাম কী?
- COVID-19।
৯.করোনা কোন ভাষার শব্দ?
-প্রাচীন গ্রিক শব্দ করোন থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষার যুক্ত হয় করোনা শব্দটি।
১০.করোনাভাইরাস এর সন্ধান মেলে কোন দশকে?
-১৯৩০ এর দশকে।
১১.মানবদেহে প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণ হয় কবে?
-১৯৬০ সালে।
১২.করোনাভাইরাস গোত্রের সপ্তম প্রজাতির আনুষ্ঠানিক নাম কী?
- Sars-CoV-2.
১৩.এ পর্যন্ত কতটি করোনাভাইরাস গোত্রের প্রজাতির নাম পাওয়া গেছে?
-৭টি।
১৪.MERS এর পূর্নরূপ কী?
-Middle East Respiratory Syndrome.
১৫.বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত কতটি রোগকে বৈশ্বিক মহামারি হিসেবে চিহ্নিত করেন?
-৩টি।
১৬.বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয় কখন?
-চিরায়ত ধারণা অনুযায়ী, কোনো মহামারী রোগ যখন বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে তখন তাকে বৈশ্বিক মহামারি বলা হয়।

বাংলাদেশ
১.বাংলাদেশে COVID-19 আক্রান্ত রোগী শনাক্ত করা হয় কবে?
-৮ মার্চ ২০২০।
২.বাংলাদেশে COVID-19 আক্রান্ত ব্যক্তি মারা যায় কবে?
-১৮ মার্চ ২০২০।
৩.২০২০ সালের মার্চে বাংলাদেশ সরকার কোন রোগকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে?
- COVID-19।
৪.বাংলাদেশ সরকার ঘোষত সংক্রামক ব্যাধি কতটি?
-২৪টি।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]