Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4592
১.পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
-১৯৬৯ সালে।
২.সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
-এগার দফা।
৩.এগার দফা কখন ঘোষনা করা হয়?
-১৪ জানুয়ারি ১৯৬৯ সালে।
৪.৬৯ এর গণঅভ্যুত্থান প্রত্যক্ষ ফলাফল কি ছিল?
-আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর।
৫.গণঅভ্যুত্থান দিবস কবে?
-২৪ জানুয়ারি।
৬.কেন্দ্রীয় সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
-৫ জানুয়ারি ১৯৬৯ সালে।
৭.পাকিস্তানের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান করার জন্য কবে রাজনৈতিক নেতাদের গোলবৈঠক করা হয়?
-১০ মার্চ ১৯৬৯ সালে।
৮.আইয়ুব খান কবে হাতে ক্ষমতা হস্তান্তর করে?
-২৫ মার্চ ১৯৬৯ সালে।
৯.কবে ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন?
-২৫ মার্চ ১৯৬৯ সালে।
১০.পাকিস্তানের দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় কবে?
-২৫ মার্চ ১৯৬৯ সালে।
১১.কে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এর পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
-চিলেকোঠার সেপাই।
১৩.আসাদ কবে শহিদ হয়?
-২০ জানুয়ারি ১৯৬৯ সালে।
১৪.আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিল?
-ইতিহাস বিভাগের।
১৫.শহিদ আসাদের বাড়ি কোথায়?
-নরসিংদী জেলার হাতিরদিয়ায়।
১৬.শহিদ আসাদ দিবস কবে?
-২০ জানুয়ারি।
১৭.আসাদকে নিয়ে কোন কবি কবিতা রচনা করেন?
-শামসুর রহমান।
১৮.মতিউর রহামন পুলিশের গুলিতে নিহত হন কবে?
-২৪ জানুয়ারি ১৯৬৯ সালে।
১৯.মতিউর রহমান কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
-ঢাকার বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউটের।
২০.পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ কোনটি?
-৭ ডিসেম্বর ১৯৭০।
২১.পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের অনুষ্ঠিত হয় কবে?
-১৭ ডিসেম্বর।
২২.পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা কত?
-১৬৯ টি।
২৩.পশ্চিম পাকিস্তানরে জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল?
-১৪৪টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]