Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4591
১.বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Civil Aviation and Tourism.
২.বেসামরিক বিমান পরিবহন বিভাগ কবে সৃষ্টি করা হয়?
-১৯৭২ সালে।
৩.বেসামরিক বিমান পরিবহন বিভাগ কবে সৃষ্টি করা হয়?
-১৯৭২ সালে।
৪.কবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিভাগ করা হয়?
-জানুয়ারি ১৯৭৬ সালে।
৫.কবে পুনরায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নামকরণ করা হয়?
-ডিসেম্বর ১৯৭৭ সালে।
৬.বাংলাদেশ পর্যটন বোর্ড প্রতিষ্ঠিত হয় কবে?
-৯ সেপ্টেম্বর ২০১০।
৭.বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর অধীনে সংস্থা ও সংগঠন কী কী?
-বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন বোর্ড ইত্যাদি।
৮.বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর।
৯.DCA এর পূর্নরূপ কী?
-Department of civil Aviation.
১০.স্বাধীন দেশে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর কার্যক্রম শুরু করে কখন?
-ডিসেম্বর ১৯৭১ সালে।
১১.CAAB –এর পূর্ণরূপ কী?
-Civil Aviation Authority, Bangladesh.
১২.এয়াপোর্ট ডেভেলপমেন্ট এজেন্সি কার্যক্রম শুরু করে কবে?
-১৯৬৫ সালে।
১৩.ডিসিএ এবং এডিএ একত্রীকরণ করে কবে?
-১৯৮২ সালে।
১৪.বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর নাম কবে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ করা হয়?
-১৯৮৫ সালে।
১৫.বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর সদর দপ্তর কোথায়?
-কুর্মিটোলা, ঢাকা।
১৬.বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৭২ সালে।
১৭.বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কার্যক্রম শুরু করে কবে?
-১৯৭৩ সালে।
১৮.BPCএর পূর্ণরূপ কী?
-Bangladesh Parjatan Corporation.
১৯.NHTTI এর পূর্ণরূপ কী?
-National Hotel and Tourism Training Institute.
২০.BSC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Shipping Corporation.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    670 Views
    by bdchakriDesk
    0 Replies 
    591 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1815 Views
    by bdchakriDesk
    0 Replies 
    20181 Views
    by bdchakriDesk
    0 Replies 
    19919 Views
    by bdchakriDesk

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]