Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4589
ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
১.একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এর রচয়িতা কে?
-মাহবুব-উল আলম।
২.একুশের প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন’ এর রচয়িতা কে?
-জহির রায়হান।
৩.একুশের প্রথম নাটক কবর এর রচয়িতা কে?
-মুনীর চৌধুরী।
৪.ভাষা আন্দোলনের প্রথম গান ’শোনেন হুজুর, বাঘের জাত এই বাঙালেরা’-এর রচয়িতা কে?
-অধ্যাপক আনিসুল হক চৌধুরী।
৫.১৯৫৩ সালে শহিদ দিবসের প্রথম প্রভাত ফেরিতে কোন গানটি গাওয়া হয়?
-মৃত্যুকে যারা তুচ্ছ করিল, ভাষা বাঁচাবার তরে।
৬.একুশের গান ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলবা না-এর রচয়িতা কে?
-ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।
৭.কবর নাটকটির প্রথম মঞ্চস্থ হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে।
৮.একুশের ওপর প্রথম কবিতা রচনা করেন কে?
-মাহবুব-উল-আলম চৌধুরী।

ভাষা অন্দোলনভিত্তিক গান
গানের কলি – গীতিকার – সুরকার
ভুলব না, ভুলব না সে একুশে ফেব্রুয়ারি ভুলব না – গাজীউল হক – নিজামুল হক
সালাম সালাম হাজার সালাম – ফজলে এ খোদা – আব্দুল জব্বার
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – আবদুল গাফফার চৌধুরী – শহিদ আলতাফ মাহমুদ
ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায় – আবদুল লতিফ – আবদুল লতিফ
শোনেন হুজুর , বাঘের জাত এই বাঙালেরা – অধ্যাপক আনিসুল হক চৌধুরী
বাংলার বুকে রক্তে রাঙানো ৮ ই ফাল্গুন – অধ্যাপক আনিসুল হক
বাংলাদেশ আর বাংলা ভাষা যখন একই নামের সুতোয় বাঁধা – অধ্যাপক আনিসুল হক
শহিদ তোমায় মনে পড়ে – গাজীউল হক
রক্তে আমার আবার প্রলয় দোলা – আবদুল গাফফার চৌধুরী – শহিদ আলতাফ মাহমুদ
শহিদ মিনার ভেঙেছো আমার ভাইয়ের রক্তে গড়া – আবদুল গাফফার চৌধুরী
রফিক, শফিক, বরকত নামে বাংলা মায়ের দূরন্ত কটি ছেলে – আবদুল লতিফ – আবদুল লতিফ
ও আমার এই বাংলা ভাষা – আবদুল লতিফ – আবদুল লতিফ
ঘুমের দেশে ঘুম ভাঙাতে গেল যারা – বদরুল হাসান – শহিদ আলতাফ মাহমুদ
রিক্ত শপথে আজিকে তোমারে স্মরণ করি – তোফাজ্জল হোসেন
আমাদের চেতনার সৈকতে, একুশের ঢেউ মাথা কুটল -নাজিম মাহমুদ – সাধন সরকার
মিলিত প্রাণের কলরবে – হাসান হাফিজুর রহমান
অপমানে তুমি জ্বলে উঠেছিলে – আবু হেনা মোস্তফা কামাল
ফসলের মাঠে, মেঘনার তীরে – শামসুর রহমান
ভুলব না কোনদিন ফাল্গুনের ইতিহাস – সিরাজুল ইসলাম
মৃত্যুকে যারা তুচ্ছ করিল – মোশাররফ হোসেন- শহিদ আলতাফ মাহমুদ
রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি – শামসুদ্দিন আহমেদ – শহিদ আলতাফ মাহমুদ
কৃষ্ণচূড়া আর রক্ত পলাশের – নাজিম মাহমুদ – সাধন সরকার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1779 Views
    by masum
    0 Replies 
    1079 Views
    by shanta
    0 Replies 
    1997 Views
    by tamim
    0 Replies 
    1636 Views
    by raja
    0 Replies 
    1572 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]