Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4579
১.জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে?
-১৯৪৮ সালে।
২.প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কী?
-UNTSO
৩. UNTSO এর পূর্ণরূপ কী?
-United Nations Truce Supervision Organization.
৪.জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক ব্যয় বহনকারী দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
৫.শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ কবে কবে সৃষ্টি করা হয়?
-১৯৯২ সালে।
৬.জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কবে নোবেল পুরস্কার লাভ করে?
-১৯৮৮ সালে।
৭.জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কবে নারী শান্তিরক্ষী নিযুক্ত হয়?
-২০০৭ সালে।
৮.আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
-২৯ মে।
৯.জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিহতদের জন্য জাতিসংঘ মহাসচিবের দেয়া পদকের নাম কী?
-দ্যাগ হ্যামারশেল্ড মেডেল।
১০.জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়?
-ডিসেম্বর ১৯৮০ সালে।
১১.জাতিসংঘের মোট শান্তিরক্ষা মিশন কতটি?
-৭১টি।
১২.বর্তমানে জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশন চলছে?
-১৩টি।
১৩.বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘের শন্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
-১৯৮৮ সালে।
১৪.বাংলাদেশ পুলিশ কবে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশ গ্রহণ করেছে?
-১৯৮৯ সালে।
১৫.BPSOT কবে প্রতিষ্ঠিত হয়?
-২৪ জুন ১৯৯৯ সালে।
১৬.বাংলাদেশ কতটি শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
-৫৪টি, ৪০টি দেশে।
১৭.বাংলাদেশ পুলিশের মহিলা কন্টিজেন্ট কবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয়?
-মে ২০১০ সালে।
১৮.বাংলাদেশের নৌ বাহিনী ও বিমান বাহিনী কবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে?
-১৯৯৩ সালে।
১৯.বাংলাদেশে ট্রেনিং অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-পিস কিপিং অপারেটিং ট্রেনিং সেন্টার।
২০.মে ২০১০ বাংলাদেশ থেকে কোন দুটি জাহাজ প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে?
-বিএনএস ওসমান ও বিএনএস মধুমতি।

    ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

    ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

    বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

    বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]