Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4577
১.জাতীয় মহিলা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
-১৭ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে।
২.জাতীয় মহিলা পরিষদ কবে গঠিত হয়?
-১৯৯৫ সালে।
৩.জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি কে?
-প্রধানমন্ত্রী।
৪.বাংলাদেশের দ্বিতীয় নারী হুইপ কে?
-সাগুফতা ইয়াসমিন এমিলি।
৫.নারী জাগরণের পথিকৃৎ কে?
-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৬.সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নারীর সমানাধিকার নিশ্চিত করার রাষ্ট্রীয় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে?
-২৭, ২৮, ২৯ ও ৬৫ অনুচ্ছেদে।
৭.বেগম পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে?
-২০ জুলাই ১৯৪৭ সালে।
৮.বেগম পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে?
-বেগম সুফিয়া কামাল।
৯.বেগম পত্রিকার বর্তমান সম্পাদক কে?
- নূরজাহান বেগম।
১০.তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন কে?
-ইলা মিত্র।
১১.বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে খ্যাত?
-কাঁকন বিবি।
১২.বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারীর নাম কী?
-সিতারা বেগম ও তারামন বিবি।
১৩.সরকারি চাকরীজীবী নারীদের প্রসূতিকালীন ছুটির মেয়াদ কত?
-৬ মাস।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী
১.অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী কে ছিলেন?
-আইরিন খান।
২.যুক্তরাজ্যের প্রথম বাঙালি নারী কাউন্সিলের নাম কী?
-পলা মনজিলা উদ্দিন।
৩.যুক্তরাজ্যের উচ্চকক্ষ হাউস অব লর্ডনে প্রথম বাংলাদেশী নারী সদস্য কে?
-পলা মনজিলা উদ্দিন।
৪.জাতিসংঘ সিডও কমিটির প্রথম বাংলাদেশী চেয়ারপার্সন কে ছিলেন?
-সালমা খান।
৫.যুক্তরাজ্যের নিম্নকক্ষ হাউস অব কমনসে প্রথম বাংলাদেশী নারী সদস্য কে?
-রুশনারা আলী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]