Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4570
আসেম (ASEM)
১.ASEM এর পূর্ণরূপ কী?
-Asia-Europe Meeting.
২. ASEM এর প্রতিষ্ঠা কবে?
-২ মার্চ, ১৯৯৬ সালে।
৩. ASEM প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
-দুটি মহাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ে সম্পর্ক উন্নয়ন করা।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)
১.APA এর পূর্ণরূপ কী?
-Asian Parliamentary Assembly.
২.APA এর পূর্বনাম কী?
-Association of Asian Parliaments for Peace.
৩. AAPP কবে প্রতিষ্ঠিত হয়?
-১ সেপ্টেম্বর ১৯৯৯।
৪. AAPP এর নামকরণ কবে APA করা হয়?
-নভেম্বর ২০০৬।
৫. APA এর বর্তমান মহাসচিব কে?
-ড. মোহাম্মদ রেজা মজিদি।
৬. APA এর সদর দপ্তর কোথায়?
-তেহরান, ইরান।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)
১.বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর প্রতিষ্ঠাতা কে?
-ক্লস স্যয়ের।
২. WEF এর পূর্নরূপ কী?
-World Economic Forum.
৩. WEF এর প্রতিষ্ঠা কবে?
-১৯৭১ সালে।
৪. WEF এর পূর্ব নাম কী?
-ইউরোপিয়ান ম্যানেজমেন্ট ফোরাম।
৫. WEF এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।

আন্তর্জাতিক মান সংস্থা (ISO)
১.ISO এর পূর্ণরূপ কী?
-International Organization for Standardization.
২. ISO-এর প্রতিষ্ঠা কবে?
-১৪ অক্টোবর ১৯৪৬ সালে।
৩. ISO-এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৪. ISO-এর দাপ্তরিক ভাষা কি কি?
-ইংরেজি ও ফ্রেঞ্চ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1554 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1436 Views
    by tamim
    0 Replies 
    1401 Views
    by tamim
    0 Replies 
    506 Views
    by tamim
    0 Replies 
    49 Views
    by tamim

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]