Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4561
১.ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
-আলজেরিয়া।
২.জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি?
-মোনাকো।
৩.আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?
-নাউরু।
৪.কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আয়তরে ক্ষুদ্রতম দেশ কোনটি?
-নাউরু।
৫.কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বৃহত্তম দেশ কোনটি?
-কানাডা।
৬.বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি?
-কাজাখস্তান।
৭.বিশ্বের ক্ষুদ্রতম স্থলবেষ্টিত দেশ কোনটি?
-ভ্যাটিকান সিটি।
৮.বিশ্বে জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ দেশ কতটি?
-২টি।
৯.বিশ্বের কোন দেশগুলোর নাম ও রাজধানী একই?
-জিবুতি, মোনাকো, লুক্সেমবার্গ, সানম্যারিনো, সিঙ্গাপুর, ভ্যাটিকান সিটি, পানামা।
১০.মালয়েশিয়ার রাজার মেয়াদাকাল কত?
-৫ বছর।
১১.মালয়েশিয়ার রাজা নির্বাচিত হয় কিভাবে?
-প্রদেশগুলোর সুলতানদের মধ্যে থেকে পর্যায়ক্রমে গোপন ভোটের মাধ্যমে।
১২.বিশ্বের কোন দেশে সাংবিধানিক বিধান হিসেবে েখলিফার পদ রয়েছে?
-সংযুক্ত আরব আমিরাত।
১৩.বিশ্বে নিরঙ্কশ রাজতন্ত্র প্রচলিত আছে এমন দেশের সংখ্যা কতটি?
-৬টি।
১৪.ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ একই সাথে কয়টি দেশের রাণী?
-১৬টি।
১৫.বিশ্বের কোন দেশের রাষ্ট্রপ্রধানের পদবি সম্রাট?
-জাপান।
১৬.বিশ্বের ইসলামী প্রজাতন্ত্র দেশ কোনগুলো?
-পাকিস্তান, ইরান, আফগানিস্তান, মৌরিতানিয়া।
১৭.কোন দেশগুলোর রাষ্ট্রপ্রধানের পদবি সুলতান?
-ব্রুনাই ও ওমান।
১৮.বিশ্বের হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ কোনগুলো?
-ভারত, নেপাল ও মরিশাস।
১৯.বিশ্বের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ কোনগুলো?
-মঙ্গোলিয়া, ভুটান, কম্বোডিয়া, তাইওয়ানম লাওস, থাইল্যান্ড, হংকং, চীন, শ্রীলংকা, সিঙ্গাপুর প্রভৃতি।
২০.বিশ্বের কোন দেশটি পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে জাতিসংঘের সদস্য নয়?
-তাইওয়ান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    269 Views
    by shanta
    0 Replies 
    414 Views
    by rafique
    0 Replies 
    254 Views
    by masum
    0 Replies 
    310 Views
    by rana
    0 Replies 
    209 Views
    by masum

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]