Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4553
১.তমদ্দুন মজলিস কি? এটি কবে গঠিত হয়?
-এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ১ সেপ্টেম্বর ১৯৪৭।
২.বাংলা ভাষা-আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে কোন সংগঠন?
-তমদ্দুন মজলিস।
৩.তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম।
৪.তমদ্দুন মজলিস কত সালে কার সভাপতিত্বে ঢাকা কলেজে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা-না উর্দু? শীর্ষক সেমিনার আয়োজন করে?
-১৫ সেপ্টেম্বর ১৯৪৭, ড.মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে।
৫.ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কী?
-পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু।
৬.পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু? পুস্তিকার লেখক কত জন?
-৩ জন।
৭.তমদ্দুন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম কী?
-পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা-না উর্দু?
৮.প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
-১ অক্টোবর ১৯৪৭ সালে।
৯.উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে গৃহীত হয়?
-ডিসেম্বর ১৯৪৭।
১০.পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে?
-কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।
১১.ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
-সাপ্তাহিক সৈনিক।
১২.তমুদ্দিন মজলিসের উদ্যোগে কবে প্রথম সাপ্তাহিক সৈনিক প্রকাশিত হয়?
-১৪ নভেম্বর ১৯৪৮।
১৩.১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে কি প্রস্তাব করা হয়?
-আরবি হরফে বাংলার প্রচলন করা।
১৪.পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের নামে পূর্ব বাংলার ভাষা কমিটি গঠন করে কবে?
-৯ মার্চ ১৯৪৯ সালে।
১৫.রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয় কবে?
-১১ মার্চ ১৯৫০ সালে।
১৬.ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে?
-আবুল বরকত।
১৭.ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
-বাংলা একাডেমি।
১৮.গণপরিষদে প্রথম বাংলায় বক্ততা দেয় কে?
-মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ।
১৯.ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্ততা দেয় কে?
-অধ্যাপক আবুল কাসেম।
২০.ভাষা অন্দোলনে পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
-বাঙালি জাতীয়তাবাদ।
২১.তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা কি ছিল?
-বাংলা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]