- Sat Nov 28, 2020 9:35 am#4547
জাতিসংঘ মানবাধিকার পুরস্কার
১.জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-১৯৬৬ সালে।
২.কত বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হয়?
-৫ বছর অন্তর।
সার্ক সাহিত্য পুরস্কার
১.সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-২০০১ সালে।
২.প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-কবি শামসুর রহমান (বাংলাদেশ)।
৩.সার্ক সাহিত্য পুরস্কারের প্রবর্তক কে?
-ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।
৪.২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-অধ্যাপক আনিসুজ্জামান।
শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট
১.শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট এর প্রবর্তক কে?
-ইউরোপীয় পার্লামেন্ট।
২.এর আর্থিক মূল্যমান কত?
-৫০ হাজার ইউরো বা ৬৪ হাজার মার্কিন ডলার।
৩.২০১৯ সালে শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট লাভ করেন কে?
-ইলহাম তোহতি (চীন)।
কান চলচিত্র উৎসব
১.কান চলচিত্র উৎসব প্রবর্তন করা হয় কবে?
-১৯৩৯ সালে।
২.কান কোন দেশের শহরের নাম?
-ফ্রান্স।
৩.কান চলচিত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
-১৯৪৮ সালে।
৪.কান চলচিত্রের অফিসিয়াল নাম কী?
-Festival de Kaan.
অস্কার পুরস্কার
১.বিশ্বের চলচিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ন পুরস্কারের নাম কী?
-অস্কার।
২.অস্কার পুরস্কারের অন্য নাম কী?
-অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
৩.অস্কার পুরস্কার কতটি ক্যাটাগরিতে প্রদান করা হয়?
-২৪টি।
৪.প্রথম অস্কার পুরস্কার প্রদান করা হয় কবে?
-১৯২৯ সালে।
৫.প্রথম অস্কার বিঝয়ী ভারতীয় কে?
-বানু আথাইয়া।
৬.প্রথম বাংলাদেশি হিসেবে কে অস্কার পুরস্কার লাভ করেন?
-নাফিস বিন জাফর।
৭.নাফিস বিন জাফর কোন ক্যাটাগরিতে এ পুরস্কার পান?
-বিজ্ঞান ও প্রযুক্তি।
১.জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-১৯৬৬ সালে।
২.কত বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হয়?
-৫ বছর অন্তর।
সার্ক সাহিত্য পুরস্কার
১.সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-২০০১ সালে।
২.প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-কবি শামসুর রহমান (বাংলাদেশ)।
৩.সার্ক সাহিত্য পুরস্কারের প্রবর্তক কে?
-ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।
৪.২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-অধ্যাপক আনিসুজ্জামান।
শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট
১.শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট এর প্রবর্তক কে?
-ইউরোপীয় পার্লামেন্ট।
২.এর আর্থিক মূল্যমান কত?
-৫০ হাজার ইউরো বা ৬৪ হাজার মার্কিন ডলার।
৩.২০১৯ সালে শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট লাভ করেন কে?
-ইলহাম তোহতি (চীন)।
কান চলচিত্র উৎসব
১.কান চলচিত্র উৎসব প্রবর্তন করা হয় কবে?
-১৯৩৯ সালে।
২.কান কোন দেশের শহরের নাম?
-ফ্রান্স।
৩.কান চলচিত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
-১৯৪৮ সালে।
৪.কান চলচিত্রের অফিসিয়াল নাম কী?
-Festival de Kaan.
অস্কার পুরস্কার
১.বিশ্বের চলচিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ন পুরস্কারের নাম কী?
-অস্কার।
২.অস্কার পুরস্কারের অন্য নাম কী?
-অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
৩.অস্কার পুরস্কার কতটি ক্যাটাগরিতে প্রদান করা হয়?
-২৪টি।
৪.প্রথম অস্কার পুরস্কার প্রদান করা হয় কবে?
-১৯২৯ সালে।
৫.প্রথম অস্কার বিঝয়ী ভারতীয় কে?
-বানু আথাইয়া।
৬.প্রথম বাংলাদেশি হিসেবে কে অস্কার পুরস্কার লাভ করেন?
-নাফিস বিন জাফর।
৭.নাফিস বিন জাফর কোন ক্যাটাগরিতে এ পুরস্কার পান?
-বিজ্ঞান ও প্রযুক্তি।