Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4539
১.বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত?
-১৯৫টি।
২.বিশ্বের ১৯৫ তম স্বাধীন দেশ কোনটি?
-দক্ষিণ সুদান।
৩.স্বাধীন দেশ ব্যতীত বিশ্বে কতটি অঞ্চল বা দেশ রয়েছে?
-৬৭টি।
৪.পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
-চিলি।
৫.পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
-ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
৬.পৃথিবীর কোন দেশ দুই মহাদেশে অবস্থিত?
-রাশিয়া ও তুরস্ক।
৭.পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে পড়েছে?
-ইস্তানবুল।
৮.বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
-ইন্দোনেশিয়া।
৯.বিশ্বের কোন দুটি স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য নয়?
-ভ্যাটিকান সিটি ও কসোভো।
১০.ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ কোনটি?
-কসোভো।
১১.যুগোস্লাভিয়া ভেঙে জন্ম নেয়া সপ্তম দেশ কোনটি?
-কসোভো।
১২.পূর্ব ও পশ্চিম জার্মানি কবে একত্রিত হয়ে ফেডারেল রিপাবলিক জার্মানি নামে আত্মপ্রকাশ করে?
-৩ অক্টোবর ১৯৯০।
১৩.উত্তর ও দক্ষিণ ইয়েমেন কবে একত্রিত হয়ে রিপাবলিক অব ইয়েমেন নামে আত্মপ্রকাশ করে?
-২২ মে ১৯৯০ সালে।
১৪.তাইওয়ান কবে নিরাপত্তা পরিসদের সদস্যপদ হারায়?
-১৯৭১ সালে।
১৫.সর্বাধিক দেশ কর্তৃক সীমান্তবর্তী দেশ কতটি?
-দুটি।
১৬.চেকোস্লোভাকিয়া ভেঙে কোন দুটি রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে?
-চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া।
১৭.ম্যাকাওকে কবে চীনের কাছে হস্তান্তর করা হয়?
-২০ ডিসেম্বর ১৯৯৯ সালে।
১৮.বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি?
-ইসরাইল।
১৯.নিজ ভূমিতে পরাধীন হিসেবে পরিচিত কোন দেশ?
-ফিলিস্তিন।’
২০.কবে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা করা হয়?
-১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
২১.ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
-আলজেরিয়া।
২২.আয়তনে দেশের সবচেয়ে ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?
-নাউরু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]