Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4537
১.অন্তরীপ কাকে বলে?
-ভূ-ভাগের কোন অংশ যদি সরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে তবে ভূ-ভাগের সে অংশটিকে অন্তরীপ বলে।
২.উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত?
-দক্ষিণ আফ্রিকায়।
৩.অ্যাঙ্গানো অন্তরীপ কোথায় অবস্থিত?
-ফিলিপাইন।
৪.এশিয়ার সর্ব পশ্চিমের বিন্দু কোনটি?
-বেবা অন্তরীপ।

বিশ্বের কয়েকটি অন্তরীপ
অন্তরীপ – অবস্থান
ক্রস ও ক্রিস অন্তরীপ – নামিবিয়ার অগ্রভাগ
গার্দাফুই অন্তরীপ – সোমালিয়ার অগ্রভাগ
সেন্ট ফ্রান্সি অন্তরীপ – দক্ষিণ আফ্রিকা
উত্তমাশা অন্তরীপ – দক্ষিণ আফ্রিকা
বাঙ্কো অন্তরীপ – মৌরিতানিয়া
ভার্ড অন্তরীপ – সেনেগালের অগ্রভাগ
লিসবার্ন অন্তরীপ – উত্তর মহাসাগরে প্রলম্বিত আলাস্কার অগ্রভাগ
নর্থ-ইস্ট অন্তরীপ – সেন্ট লরেন্স দ্বীপের পূ্র্বপ্রান্তে বেরিং সাগরের ভেতর প্রলম্বিত একটি অংশ
প্রিন্স অন্তরীপ – বেরিং প্রণালীর নিকট বেরিং সাগরে প্রলম্বিত আলাস্কার অগ্রভাগ
চার্চিল অন্তরীপ – হাডসন উপসাগরের মধ্যে প্রলম্বিত কানাডার একটি অংশ
ব্যারো অন্তরীপ – উত্তর মহাসাগরে পতিত আলাস্কার অগ্রভাগ
কন্যাকুমার অন্তরীপ – ভারতরে তামিলনাড়ু প্রদেশের প্রলম্বিত অংশ
ওটেগাল অন্তরীপ – স্পেনের উত্তর পশ্চিম কোণের অগ্রভাগ
রোকা অন্তরীপ – লিসবনের নিকটে প্রবর্ধিত
সেন্ট ভিনসেন্ট অন্তরীপ – পর্তুগালের দক্ষিণে
ট্রাফালগার অন্তরীপ – স্পেনের দক্ষিণ-পশ্চিমের অগ্রভাগ
মতাপান অন্তরীপ – গ্রিসের দক্ষিণে বর্ধিত অংশ
কামাউ অন্তরীপ – এটা এশিয়ার সর্ব উত্তর বিন্দু। এর উত্তরে সোভাইয়া জেমলিয়া এবং দক্ষিণে তাইমীর উপদ্বীপ অর্থাৎ তুন্দ্রা অঞ্চল।

    ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]

    ১. রেডক্রস -পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন[…]

    বিশ্বে প্রথম দু’হাত-কাঁধ প্রতিস্থাপন প্রায়[…]

    বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়[…]