Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4526
সিউল শান্তি পুরস্কার
১.১৯৮৮ সালের সিউল অলিম্পিককে স্মরণীয় করে রাখার জন্য দ্য সিউল পিস প্রাইজ প্রবর্তন করা হয় কবে?
-১৯৯০ সালে।
২.এ পুরস্কার প্রদান করা হয় কত বছর পর পর?
-প্রতি দু বছর পর পর।
৩.সিউল শান্তি পুরস্কারের অর্থমূল্য কত?
-২ লাখ ডলার।
৪.২০১৮ সালে ১৪ তম সিউল শান্তি পুরস্কার লাভ করেন কে?
-নরেন্দ্র মোদি।

সার্ক অ্যাওয়ার্ড
১.দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগীতা সংস্থা সার্ক কর্তৃক প্রবর্তিত পুরস্কারের নাম কী?
-সার্ক অ্যাওয়ার্ড।
২.কবে মার্ক পুরস্কার প্রবর্তন করা হয়?
-২০০৪ সালে।
৩.প্রথম সার্ক অ্যাওয়ার্ড পান কে?
-সার্কের স্বপ্নদ্রষ্টা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বিশ্ব খাদ্য পুরস্কার
১.বিশ্ব খাদ্য পুরস্কার প্রবর্তন করেন কে?
-নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী নরম্যান বরলাগ।
২.১৯৯০ সাল থেকে এ পুরস্কার স্পন্সর করেছেন কে?
-ব্যবসায়ী ও সমাজসেবী জন রুয়ান।
৩.বিশ্ব খাদ্য পুরস্কারের অর্থমূল্য কত?
-২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
৪.প্রথম বিশ্ব খাদ্য পুরস্কার লাভে করেন কে?
-ভারতের প্রফেসর এম এস সুয়ামিনেথান।
৫.২০১৯ সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন কে?
-ড. সিমন এন. গ্রোট (নেদারল্যান্ডস)।

গোল্ডম্যান পরিবেশ পুরস্কার
১.তৃণমূল পর্যায়ে পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ কোন পুরস্কার প্রদান করা হয়?
-গোল্ডম্যান পরিবেশ পুরস্কার।
২.এ পুরস্কারের আর্থিক মূল্যমান কত?
-নয় লাখ মার্কিন ডলার।
৩.গোল্ডম্যান পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
-১৯৮৯ সালে।
৪.বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এ পুরস্কার লাভ করেন কে?
-সৈয়দা রিজওয়ানা হাসান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2652 Views
    by sajib
    0 Replies 
    2546 Views
    by rajib
    0 Replies 
    2185 Views
    by kajol
    0 Replies 
    1471 Views
    by shihab
    0 Replies 
    17 Views
    by shanta

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]