Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4525
১.সর্বশেষ ভারতে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত করেন কে?
-তৈমুর লং।
২.তৈমুর লং ভারত আক্রমণ করে দিল্লিতে প্রবেশ করেন কবে?
-১৩৯৮ সালে।
৩.মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৫২৬ সালে।
৪.বুলবুল-েই-হিন্দ কাকে বলা হয়?
-তানসেনকে।
৫.কার আমলে বাংলাদেশে বার ভুঁইয়ার অভ্যুত্থান ঘটে?
-মুঘল সম্রাট আকবরের।
৬.কোন যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়?
-পানিপথের যুদ্ধে বিজয়ের মাধ্যমে।
৭.কোন মুঘল সম্রাট রেঙ্গুনে নির্বাসিত হন?
-দ্বিতীয় বাহাদুর শাহ।
৮.শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
-ইয়াঙ্গুন।
৯.মনসব শব্দের অর্থ কী?
-পদমর্যাদা।
১০.বাংলার স্বাধীন শাসনকর্তা খিজির খান ওরফে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ ছিলেন কোন বংশের?
-মুঘল বংশের।
১১.ভারত ভূমিতে জন্মগ্রহণকারী প্রথম মুঘল সম্রাট কে?
-সম্রাট আকবর।
১২.কে বাংলাকে দোযখপুর নিয়ামত বলে অভিহিত করেছেন?
-ইবনে বতুতা।
১৩.ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কার আমলে?
-মুঘল আমলে।
১৪.দেশবাচক ’বাংলা’ শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?
-আইন-ই- আকবরী।

জহির উদ্দিন মুহম্মদ বাবর
১.মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
-জহির উদ্দিন মুহম্মদ বাবর।
২.বাবর জাতিতে কি ছিলেন?
-তুর্কি।
৩.বাবর কার বংশধর?
-তৈমুর লং।
৪.বাবর শব্দের অর্থ কী?
-বাঘ।
৫.বাবর মাতার দিক দিয়ে কার বংশধর ছিলেন?
-চেঙ্গিস খান।
৬.জহির উদ্দিন মোহম্মদ বাবর কবে জন্মগ্রহণ করেন?
-১৪৮৩ সালে।
৭.বাবরের পিতার নাম কী?
-অমর শেখ মির্জা।
৮.বাবরের কতজন পুত্র ছিল?
-৪জন।
৯.কত বছর বয়সে বাবর ফারগান সিংহাসনে আরোহণ করেন?
-১২ বছর।
১০.বাবর সমরখন্দ দখল করেন কবে?
-১৪৯৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]