Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4522
বার্ড ফ্ল
১.বার্ড ফ্ল কি?
-পাখির এক ধরনের ইনফ্লয়েঞ্জা।
২.বিশ্বে প্রথম বার্ড ফ্লর অস্তিত্ব পাওয়া যায় কোথায়?
-হংকং।
৩.যে কোনো প্রাণী ব্লার্ড ফ্লতে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
-H5N1.
৪.বাংলাদেশের মানবদেহে কবে H5N1 ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়?
-২২ মে ২০০৮ সালে।
৫.বাংলাদেশের পোলট্রি শিল্পে কবে H5N1 ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়?
-২২ মার্চ ২০০৭।

এইডস
১.বিশ্বে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় কবে?
-১৯৮১ সালে, যুক্তরাষ্ট্র।
২.জাতীয় এইডস কমিটি গঠিত হয় কবে?
-১৯৮৫ সালে।
৩.বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় কবে?
-১৯৮৯ সালে।
৪.কোন ভাইরাসের কারণে এইডস হয়?
-এইচআইভি।

আর্সেনিক
১.ভূ-অভ্যন্তরের পানি ব্যবহারে ক্ষতিকারক প্রভাব কী?
-আর্সেনিক দূষণ।
২.আর্সেনিক কত প্রকার?
-২ প্রকার।
৩.আর্সেনিক দূষণের কারণ কী?
-ভূ-তাত্ত্বিক।
৪.বাংলাদেশের কয়টি জেলার পানিতে আর্সেনিক পাওয়া গেছে?
-৬১টি।
৫.পানিতে আর্সেনিকের অস্তিত্ব রয়েছে কতটি উপজেলায়?
-৩২১ টি।
৬.মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়নি কোন তিনটি জেলায়?
-রাঙামাটি, বান্দরবান, ও খাগড়াছড়ি।
৭.বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত?
-১.০১ মিলিগ্রাম।
৮.বাংলাদেশ কবে প্রথম আর্সেনিক শনাক্ত করে?
-১৯৯৩ সালে।
৯.আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
-৩৩।
১০.সর্বপ্রথম কবে আর্সেনিক আবিষ্কার হয়?
-১২৫০ সালে।

সার্স
১.সার্স কী?
-এক ধরনের নিউমোনিয়া রোগ।
২.সার্স রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
-করোনা।
৩.বিশ্বে প্রথম কোথায় সার্স এর অস্তিত্ব পাওয়া যায়?
-গুয়াংডং, ২০০২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5141 Views
    by rafique
    0 Replies 
    1659 Views
    by raihan
    0 Replies 
    4132 Views
    by masum
    0 Replies 
    4403 Views
    by shanta
    0 Replies 
    3556 Views
    by rana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]