Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4521
১.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
-১ জুলাই ১৯২১ সালে।
২.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিক কমিশনের নাম কী?
-নাথান কমিশন।
৩.নাথান কমিশন কবে গঠন করা হয়?
-২৭ মে ১৯১২ সালে।
৪.নাথান কমিশনের সদস্য কত ছিল?
-১৩।
৫.ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্ট কখন পাস হয়?
-১৩ মার্চ ১৯২০ সালে।
৬.প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত কোন বিশ্ববিদ্যালয়?
-ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭.কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
-লর্ড কার্জন।
৮.প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ কত ছিল?
-৩টি।
৯.ঢাকা বিশ্ববিদ্যালয় কতজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে?
-৮৭৭ জন।
১০.ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন সময়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
-প্রফেসর জি এইচ ল্যাংলি।
১১.প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি হল ছিল?
-৩টি।
১২.বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদ সৃষ্টি করা হয় কবে?
-৩০ নভেম্বর ১৯৭৬ সালে।
১৩.বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের সংখ্যা কতটি?
-১৯টি।
১৪.১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন?
-ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
১৫.বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন?
-বিচারপতি আবু সাইদ চৌধুরী।
১৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
-আইন বিভাগের।
১৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নির্মাণ কাজ শেষ হয় কবে?
-১৯৬৬ সালে।
১৮.ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্থপতি কে?
-গ্রিক স্থাপত্য প্রতিষ্ঠান ডকসিয়াডিস অ্যাসোসিয়েটস কনসালট্যান্ট লি.।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
১.ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯২৩ সালে।
২.ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।
৩.ডাকসুর সভাপতি কে?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
৪.ডাকসু’র প্রথম সহ-সভাপতি কে?
-মমতাজ উদ্দিন আহমেদ।
৫.ডাকসু’র ২৫ তম ও বর্তমান সহ-সভাপতি কে?
-মো. নুরুল হক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1918 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1312 Views
    by bdchakriDesk
    0 Replies 
    959 Views
    by bdchakriDesk
    0 Replies 
    703 Views
    by bdchakriDesk
    0 Replies 
    107 Views
    by sajib

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]