Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4511
কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার
১.কমনওয়েলথ ফাউন্ডেশন প্রবর্তিত পুরস্কারের নাম কী?
-কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার।
২.কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
-২০১২ সালে।
৩.এ পুরস্কারের অর্থমূল্য কত?
-৫ হাজার পাউন্ড।
৪.২০১৮ সালে কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার লাভ করেন কে?
-কেভিন জ্যারেড হুসেন।

বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার
১.বাদশাহ ফয়সাল ফাউন্ডেশন কবে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে?
-১৯৭৭ সালে।
২.প্রথম এ পুরস্কার প্রদান করা হয় কবে?
-১৯৭৯ সালে।
৩.বাদশাহয় ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের ক্ষেত্র কতটি?
-পাঁচটি।
৪.বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের অর্থমূল্য কত?
-২৪ ক্যারেট ২০০ গ্রাম ওজনের স্বর্ণপদক, নগদ ৭,৫০,০০০ সৌদি রিয়াল।

সিডনি শান্তি পুরস্কার
১.সিডনি শান্তি পুরস্কারের প্রবর্তক কে?
-অস্ট্রেলিয়ার সিডনি পিস প্রাইজ ফাউন্ডেশন।
২.সিডনি শন্তি পুরস্কার প্রথম প্রদান করা হয় কবে?
-১৯৯৮ সালে।
৩.২০০৬ সালের নবম সিডনি শান্তি পুরস্কার লাভ করেন কে?
-আিইরিন জুবাইদা খান।
৪.১৯৯৮ সালে প্রথম সিডনি শান্তি পুরস্কার লাভ করেন কে?
-প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

অ্যাবেল পুরস্কার
১.গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কী?
-অ্যাবেল পুরস্কার।
২.নরওয়ে অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস’ কত সালে অ্যাবেল পুরস্কার লাভ করে?
-২০০৩ সালে।
৩.অ্যাবেল পুরস্কারের অর্থমূল্য কতটাকা?
-৭,০০,০০০ মার্কিন ডলার।
৪.২০০৩ সালে প্রথম এ পুরস্কার লাভ করেন কে?
-ফ্রান্সের জ্যাঁ পিয়েরে সেরি।
৫.২০১৯ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
-কেসকুলা উহলেনবেক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1699 Views
    by shihab
    0 Replies 
    356 Views
    by shanta
    0 Replies 
    1099 Views
    by bdchakriDesk
    0 Replies 
    441 Views
    by Romana
    0 Replies 
    94 Views
    by rana

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]