Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4493
১.কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়?
-ইন্টারনেট।
২.ওয়াইম্যাক্স কী?
-তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি।
৩.মডেমের মধ্যে যা থাকে তা হলো –
-একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
৪.মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে –
-ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়।
৫.কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ আবশ্যক?
-মডেম।
৬.বর্তমানে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম –
-ভয়েস ওভার আইপি।
৭.ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
-চীন।

ভাইরাস
১.ভাইরাস আসলে কী?
-এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।
২.উল্লেখযোগ্য অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম কী কী?
-আনল্যাব, ম্যাকাফি, পান্ডা, এভিজি, এভিরা প্রভৃতি।

গুগল ও ইয়াহু
১.গুগল কবে বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে?
-২১ জুন ২০১১।
২.গুগলের ইমেইল সেবা জিমেইল কার্যক্রম শুরু করে কবে?
-২১ মার্চ ২০০৪।
৩.গুগল নিউজ চালু হয় কখন?
-২০০২ সালের মার্চে।
৪.গুগলের সামাজিক যোগাযোগ সেবা গুগল বাজ চালু হয় কবে?
-৯ ফেব্রুয়ারি ২০১০ সালে।
৫.গুগল ই-বুক এর যাত্রা শুরু হয় কবে?
-২০১০ সালে।
৬.সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাস যাত্রা শুরু করে কবে?
-২৮ জুন ২০১১।
৭.ইয়াহু! মেইল সেবা চালু হয় কবে?
-৮ অক্টোবর ১৯৯৭ সালে।
৮.ইয়াহু! ছবি শেয়ারিং সাইট ফ্লিকার চালু হয় কবে?
-২০০৪ সালে।

ই-মেইল
১.ই-মেইল কি?
-ইলেকট্রনিক মেইল।
২.স্পাম কী?
-অনাকাক্ষিত মেইল।
৩.বিশ্বের উল্লেখযোগ্য ওয়েবভিত্তিক ই-মেইল সেবা দানকারী প্রতিষ্ঠান কী কী?
-মাইক্রোসফটের আউটলুক, ইয়াহুর ইয়াহু মেইল, গুগলের জিমেইল।
৪.কোনো ঠিকানায় ই-মেইল পাঠাতে কোন চিহ্নটি অবশ্যই থাকে?
-@.

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]