Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4485
হোসেন শাহী বংশের শাসনামল
হোসেন শাহী বংশের শাসকগণ
আলাউদ্দিন হোসেন শাহ (১৪৯৩-১৫১৯)
নাসিরউদ্দিন নুসরত শাহ (১৫১৯-১৫৩২)
আলাউদ্দিন ফিরোজ শাহ (১৫৩২-১৫৩৩)
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ (১৫৩৩-১৫৩৮)

আলাউদ্দিন হোসেন শাহ
১.শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
-আলাউদ্দিন হোসেন শাহ।
২.হোসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে?
-আলাউদ্দিন হোসেন শাহ।
৩.আলাউদ্দিন হোসেন শাহ কত বছর রাজত্ব করেন?
-২৬ বছর।
৪.হোসেন শাহ দিল্লির কোন সুলতানের বাংলা অভিযান ব্যর্থ করে দেন?
-সিকান্দার লোদী।
৫.শামসুদ্দিন মুজাজফর শাহকে হত্যা করে কাকে সিংহাসনে বসানো হয়?
-আলাউদ্দিন হোসেন শাহ।
৬.কোন সুলতান চট্টগ্রাম হতে আরাকানীদের বিতাড়িত করে চট্টগ্রাম পুনরাধিকার করেন?
-আলাউদ্দিন হোসেন শাহ।
৭.আলাউদ্দিন হোসেন শাহ একমাত্র কোন অভিযানে ব্যর্থ হন?
-আসাম অভিযান।
৮.আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী ছিল কোথায়?
-একডালা।
৯.বাংলা ভাষার মহাভারতের প্রথম অনুবাদ হয় কার শাসনামলে?
-আলাউদ্দিন হোসেন শাহ।
১০.কার শাসনামলে শ্রীচৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন?
-আলাউদ্দিন হোসেন শাহ।
১১.আলাউদ্দিন হোসেন শাহকে কি উপাধি দেয়া হয়েছিল?
-নৃপতি তিলক।
১২.আলাউদ্দিন শাহ এর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কে?
-মুকুন্দ দাস।
১৩.আলাউদ্দিন হোসেন শাহকে উপাধি দেয় কারা?
-হিন্দু লেখকগণ।
১৪.বাংলার আকবর বলা হয় কাকে?
-আলাউদ্দিন হোসেন শাহকে।
১৫.কোন শাসনামলে বাংলা গজল ও সুফী সাহিত্যের সৃষ্টি হয়?
-হোসেন শাহী।
১৬.বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে?
-আলাউদ্দিন হোসেন শাহ

সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ
১.আলাউদ্দিনের মৃত্যুর পর কে বাংলার সুলতান হন?
-সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ।
২.দিল্লির কোন সম্রাটের সাথে নাসিরউদ্দিন নুসরত শাহ সন্ধি করতে বাধ্য হন?
-মুঘল সম্রাট বাবর।
৩.কোন কবি নুসরত শাহের একজন কর্মচারী ছিলেন?
-কবি শেখর।
৪.গৌড়ের বড় সোনা মসজিদ ও কদম রসুল মসজিদ কে নির্মাণ করেন?
-নাসিরউদ্দিন নুসরত শাহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]