Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4475
মোবাইল জেনারেশন চালু
বাংলা – বিশ্বে - বাংলাদেশে
প্রথম প্রজন্ম – ১ ডিসেম্বর ১৯৭৯, জাপান
দ্বিতীয় প্রজন্ম – ১ জুলাই ১৯৯১, ফিনল্যান্ড – ১৯৯৭
তৃতীয় প্রজন্ম – ১ অক্টোবর ২০০১, জাপান – ১৪ অক্টোবর ২০১২
চতুর্থ প্রজন্ম – এপ্রিল ২০০৬, দক্ষিণ কোরিয়া – ১৯ ফেব্রুয়ারি ২০১৮
পঞ্চম প্রজন্ম – এপ্রিল ২০১৯, দক্ষিণ কোরিয়া –

১.জনপ্রিয় ওয়েব ব্রাউজার কী কী?
-অপেরা, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, রক মেল্ট, ইত্যাদি।
২.অপেরা সফটওয়্যার কোম্পানি এর সদর দপ্তর কোথায়?
-অসলো, নরওয়ে।
৩.যিনি ব্লগে পোস্ট করেন তাকে কি বলা হয়?
-ব্লগার।
৪.আইক্যান এর প্রতিষ্ঠা কবে?
-১৮ সেপ্টেম্বর ১৯৯৮ সালে।
৫.টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?
-শব্দ ও ছবি।
৬.কোনটি দ্বার সর্বাধিক দ্রুত ডাটা পরিবহন করা যায়?
-ফাইবার অপটিক কেবল।
৭.এসএমএস এর জনক কে?
-ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)।
৮.প্রথম এসএমএস পাঠান কে?
-নেইল পাপওয়ার্থ (যুক্তরাজ্য)।
৯.প্রথম এসএমএস পাঠানো হয় কবে?
-৩ ডিসেম্বর ১৯৯২ সালে।
১০.জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট কী কী?
-টুইটার, ফেসবুক, ডয়াসপোরা, মাই স্পেস, অরকুট ইত্যাদি।

ইন্টারনেট
১.ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়?
-টেলি মেডিসিন।
২.বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে?
-১৯৬৯ সালে।
৩.কম্পিউটার হতে কম্পিউটারের তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কি বলা হয়?
-ইন্টারনেট।
৪.বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কী?
-আর্পানেট।
৫.কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
-ওয়াইম্যাক্স।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    214 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1216 Views
    by bdchakriDesk
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    228 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]