Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4473
নোবেল পুরস্কার ২০১৯
১.২০১৯ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
-১৪ জন।
২.চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে কে?
-উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, স্যার পিটার জে. র‌্যাট ক্লিফ ও গ্রেগ এল. সেমেনজা।
৩.সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-পিটার হ্যান্ডকে।
৪.শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-আবি আহমেদ আলী।
৫.অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় নারী কে?
-এস্থার দুফলো।
৬.অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় ভারতীয় কে?
-অভিজিৎ ব্যানার্জি।

বুকার পুরস্কার
১.ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কারের নাম কী?
-দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন।
২.বুকার পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
-১৯৬৮ সালে।
৩.পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত?
-৫০ হাজার পাউন্ড।
৪.১৯৬৯ সালে প্রথম বুকার পুরস্কার লাভ করেন কে?
-পার্সি হাওয়ার্ড নিউবে।
৫.ম্যান বুকার পুরস্কারে ২৫ বছর পূর্তিতে ১৯৯৩ সালে কোন বিশেষ পুরস্কার দেয়া হয়?
-বুকার অব বুকারস।
৬.বুকার অব বুকারস পুরস্কার লাভ করেন কে?
-সালমান রুশদি।
৭.বুকার বিজয়ী প্রথম নারী কে?
-বার্নিস রুবিনস (যুক্তরাজ্য)।
৮.বুকার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী কে?
-বার্নার্ডাইন এবারেস্টো (যুক্তরাজ্য)।
৯.সবচেয়ে বেশি বয়সী হিসেবে পুরস্কার পান কে?
-মার্গারেট অ্যাটউড, ৭৯ বছর।
১০.সর্বকণিষ্ঠ বুকার পুরস্কার বিজয়ীর নাম কী?
-ইলিনর ক্যাট্টন, ২৮ বছর।
১১.২০১৮ সালের গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
-মাইকেল ওন্দাৎজ।
১২.২০১৯ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
-মার্গারেট অ্যাটউড এবং বার্নারডাইন এভারিস্টো (যুক্তরাজ্য)।

দুবার বুকারে পুরস্কার বিজয়ী
নাম – সাল
জে এম কোয়েৎজি (দ.আফ্রিকা) – ১৯৮৩, ১৯৯৯
পিটার কেরি (অস্ট্রেলিয়া) – ১৯৮৮, ২০০১
হিলারি ম্যান্টেল (যুক্তরাজ্য) – ২০০৯, ২০১২
মার্গারেট অ্যাটউড (কানাডা) – ২০০০, ২০১৯

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]