Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4465
জালালউদ্দিন মাহমুদ শাহ
১.রাজা গণেশের মৃত্যুর পর কে দ্বিতীয়বারের মতো বাংলার সিংহাসনে আরোহণ করেন?
-জালালউদ্দিন মাহমুদ শাহ।
২.জালালউদ্দিন মাহমুদ শাহের রাজধানী ছিল –
-গৌড়ে।
৩.কে তার মুদ্রায় নিজেকে খলিফাতুল্লাহ বা আল্লাহর খলিফা বলে উল্লেখ করেন?
-জালালউদ্দিন মাহমুদ শাহ।
৪.জালালউদ্দিন মাহমুদ শাহের পর কে বাংলার সিংহাসনে বসেন?
-তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ।
৫.অত্যাচারী শামসুদ্দিন আহমদ শাহকে হত্যা করেন কে?
-তার ক্রীতদাস নাসির খান ও সাদী খান।
৬.রাজা গণেশের বংশের শাসনাবসান ঘটে কবে?
-১৪৩৬ সালে।

পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসনামল
পরবর্তী ইলিয়াস শাহী বংশের শাসকগণ
নাসিরউদ্দিন মাহমুদ শাহ (১৪৩৬-১৪৬০)
রুকনুদ্দিন বরবক শাহ (১৪৬০-১৪৭৪)
শামসুদ্দিন ইউসুফ শাহ (১৪৭৪-১৪৮১)
দ্বিতীয় সিকান্দার শাহ (১৪৮১)
জালালউদ্দিন ফাতেহ আলী (১৪৮১-১৪৮৭)

১.শামসুদ্দিন ইলিয়াস শাহের বংশধর নাসিরউদ্দিন মাহমুদ শাহ কবে বাংলার সিংহাসনে বসেন?
-১৪৩৬ সালে।
২.সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ কি উপাধি গ্রহণ করেন?
-আবুল মুজাফফর মাহমুদ শাহ
৩.কার শাসনামলে খানজাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম প্রচার করেন?
-নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়ে।
৪.নাসিরউদ্দিনের মৃত্যুর পর কে বাংলার সুলতান হন?
-তার পুত্র রুকনউদ্দিন বরবক শাহ।
৫.বরবক শাহ কত বছর ক্ষমতায় ছিলেন?
-১৪৬০-১৪৭৪ বছর।
৬.বাংলার কোন শাসক কবি মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন?
-রুকনউদ্দিন বরবক শাহ।
৭.কোন কোন কবি বরবক শাহের পৃষ্ঠপোষক ছিলেন?
-কৃত্তিবাস, মনসুর সিরাজী।
৮.বরবক শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
-শামসুদ্দিন ইউসুফ শাহ।
৯.ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে?
-জালালউদ্দিন ফতেহ শাহ।

হাবশী শাসনামল
১.হাবশীরা বাংলার কি ছিল?
-ক্রীতদাস।
২.সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহকে হত্যা করে কবে কোন হাবশী ক্রীতদাস ক্ষমতা দখল করে?
-বারবক শাহ শাহজাদা।
৩.কতজন হাবমী শাসক বাংলা শাসন করেন?
-৪ জন।
৪.শাহজাদা কোন উপাধি গ্রহণ করেন?
-বারবক শাহ।
৫.সর্বশেষ হাবশী শাসক কে ছিলেন?
-শামসুদ্দিন মুজাফফর শাহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]