Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4461
গণপ্রজাতন্ত্রী সরকারের প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষাবিষয়ক প্রশাসনের সর্বোচ্চ স্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর অধীনে রয়েছে পাঁচটি দপ্তর-
১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE),
২. উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE),
৩. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE),
৪. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট (CPEIMU) এবং শিশু কল্যাণ ট্রাস্ট (SKT)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের Vision(রূপকল্প) হলো মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা। আর Mission(অভিলক্ষ্য) হচ্ছে প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণ।

মো. জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
Directorate of Primary Education
প্রাথমিক শিক্ষার পরিকল্পনা থেকে আরম্ভ করে বাস্তবায়ন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রারম্ভিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর হিসেবে এর যাত্রা শুরু হয়। সে সময় এ অধিদপ্তরের দায়িত্ব ছিল প্রাথমিক ও গণশিক্ষা সংক্রান্ত সরকারি নীতি বাস্তবায়ন করা। পরবর্তীতে এনাম কমিটির সুপারিশে ১৯৮১ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নামকরণ করা হয়। এর প্রধান নির্বাহী হলেন মহাপরিচালক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রূপকল্প (Vision): সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা।
অভিলক্ষ্য (Mission): প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য একীভূত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]