Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4455
নোবেলজয়ী পিতা -মাতা-কন্যা
সম্পর্ক – নাম – ক্ষেত্র – সাল
মা – মেরি কুরি – পদার্থ ও রসায়ন – ১৯০৩ ও ১৯১১
কন্যা – ইরিন জুলিও কুরি – রসায়ন – ১৯৩৫
পিতা – পিয়েরে কুরি – পদার্থ – ১৯০৩
কন্যা – ইরিন জুলিও কুরি – রসায়ন – ১৯৩৫

কম ও বেশি বয়সী নোবেলজয়ী
১.সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-মালালা ইউসূফজাঈ, ১৭ বছর বয়সে।
২.সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-জন বি গুডেনফ (যুক্তরাষ্ট্র), ৯৭ বছর বয়সে।

মরণোত্তর নোবেল পুরস্কার
১.কতজন ব্যক্তিকে মরণোত্তর নোবেল পুরস্কার প্রদান করা হয়?
-২ জন।
২.মরণোত্তর নোবেল বিজয়ী কে কে?
-১৯৩১ সালে সাহিত্যে সুইডিশ কবি এরিখ কালফেল্ট এবং ১৯৬১ সালে শান্তিতে জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যামার শোল্ড।

নোবেলজয়ী নারী
১.নোবেলজয়ী প্রথম নারী কে?
-মেরি কুরি।
২.অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে?
-ইলিনর অস্ট্রম (যুক্তরাষ্ট্র)।
৩.সাহিত্যে নোবেল বিজয়ী নারীর নাম কী?
-সেলমা লাগেরলফ।
৪.নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রথম নারী কে?
-বার্থাভন সুটনার (অস্ট্রিয়া)
৫.চিকিৎসাক্ষেত্রে নোবেলজয়ী প্রথম নারী কে?
-গার্টি কোরি (যুক্তরাষ্ট্র)।
৬.আফ্রিকা মহাদেশের প্রথম নারী নোবেল বিজয়ী কে?
-ওয়ানগারি মাথাই (কেনিয়া)।
৭.এ যাবৎ নোবেলজয়ী মোট নারী কতজন?
-৫৩ জন (৫৪ বার)।

চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ
১.চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের প্রবর্তক কে?
-জাতিসংঘ পরিবেশ কর্মসূচি।
২.চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারের প্রবর্তন করা হয় কবে?
-২০০৪ সালে।
৩.প্রথম বাংলাদেশি হিসেবে কে এ পুরস্কার লাভ করেন?
-ড. আতিক রহমান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    246 Views
    by shihab
    0 Replies 
    212 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]