Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4424
শামসুদ্দিন ইলিয়াস শাহ
১.কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
-ইলিয়াস শাহ।
২.সোনারগাঁ এ কত সাল পর্যন্ত স্বাদীন শাসন চলেছিল?
-১৩৫২ সাল পর্যন্ত।
৩.ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
-শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৪.ইলিয়াস শাহ কত সালে লনৌতির সিংহাসনে আরোহণ করেন?
-১৩৪২ সালে।
৫.ইলিয়াস শাহ কত সালে দিল্লির শাসনাবসান ঘটিয়ে সাতগাঁও অধিকার করে নেয়?
-১৩৪৫ সালের শেষের দিকে।
৬.স্বাধীন সোনারগাঁ দখলের মধ্যে দিয়ে ইলিয়াস শাহ কবে সমগ্র বাংলা তার অধিকারে নিয়ে আসেন?
-১৩৫২ সালে।
৭.ইলিয়াস শাহ কোথায় আশ্রয় নিয়ে দিল্লির সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করেন?
-একডালা দুর্গে।
৮.ইলিয়াস শাহ কি উপাধি ধারণ করেন?
-শাহ-ই-বাঙ্গালাহ।
৯.দিল্লির কোন সুলতান ইলিয়াস শাহের বিরূদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয় পরে জয়লাভ করে?
-ফিরোজ শাহ তুঘলক।
১০.কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিতহয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
-শামসুদ্দিন ইলিয়াস শাহ।
১১.প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমলে?
-শামসুদ্দিন ইলিয়াস শাহ।
১২.বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
-শামসুদ্দিন ইলিয়াস শাহ।
১৩.সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান?
-ইলিয়াস শাহ।
১৪.শাহ-ই-বাঙালা কার উপাধি?
-শামসুদ্দিন ইলিয়াস।
১৫.বাঙ্গালাহ নামের প্রচলন করেন কে?
-ইলিয়াস শাহ।

সিকান্দার শাহ
১.শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর কে বাংলার সিংহাসনে বসেন?
-তার পুত্র সুলতান সিকান্দার শাহ।
২.দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক পুনরায় কবে বাংলা আক্রমণ করে ব্যর্থ হন?
-সুলতান সিকান্দার শাহের সময়।
৩.সিকান্দার শাহ কোথায় অবস্থান করে ফিরোজ শাহের বিরূদ্ধে যুদ্ধ করেন?
-একডালা দুর্গে।
৪.পান্ডয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন কে?
-সিকান্দার শাহ।
৫.গৌড়ের কোতওয়ালী দরওয়াজা কে তৈরি করেন?
-সিকান্দার শাহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    360 Views
    by sajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    142 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]