Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4423
সর্বোচ্চ শহিদ মিনার
১.দেশের সর্বোচ্চ শহিদ মিনার এর অবস্থান কোথায়?
-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
২.এর উচ্চতা কত?
-৭১ ফুট, ব্যাস: ৫১ ফুট।
৩.এ শহিদ মিনারের স্থপতি কে?
-রবিউল হুসাইন।

মোদের গরব
১.মোদের গরব এর অবস্থান কোথায়?
-বাংলা একাডেমি চত্বর।
২.মোদের গরব এর ভাস্কর কে?
-অখিল পাল।
৩.এ ভাস্কর্যের উদ্বোধন করা হয় কবে?
-১ ফেব্রুয়ারি ২০০৭।
৪.এ ভাস্কর্যের মডেল কারা?
-ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউর।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
১.আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর অবস্থানে কোথায়?
-সেগুনবাগিচা, ঢাকা।
২.আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করা হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ২০১০ সালে।
৩.আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল ২০১০ কবে জাতীয় সংসদে পাস হয়?
-৫ অক্টোবর ২০১০।

ভাষা আন্দোলনের জাদুঘর
নাম – অবস্থান
ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর – ধানমন্ডি, ঢাকা
ভাষা শহিদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর – জব্বারনগর, ময়মনসিংহ
ভাষা শহিদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর – সালামনগর, ফেনী
ভাষা শহিদ রফিকউদ্দিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর – রফিকনগর, সিঙ্গাইর, মানিকগঞ্জ
বাংলা একাডেমি ভাষা আন্দোলন জাদুঘর – ঢাকা
ভাষা শহিদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা – ঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকসু সংগ্রহশালা – ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জাদুঘর – সেগুনবাগিচা, ঢাকা

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন