Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4401
নোবেল বিজয়ী মুসলিম
১.প্রথম কোন মুসলিম নোবেল পুরস্কার পান?
-আনোয়ার সা’দত (মিশর)।
২.আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম কে?
-নাগিব মাহফুজ (মিশর)।
৩.এ যাবৎ কতজন মুসলিম নোবেল পুরস্কার লাভ করেন?
-১২ জন।
৪.নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
-শিরিন এবাদি (ইরান)।
৫.নোবেল বিজয়ী প্রথম আরব নারী কে?
-তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)।

নোবেলজয়ী মুসলিম ব্যক্তিত্ব
নাম – দেশ – ক্ষেত্র – সাল
আনোয়ার সা’দত – মিশর – শান্তি – ১৯৭৮
আবদুস সালাম – পাকিস্তান – পদার্থ – ১৯৭৯
নাগিব মাহফুজ – মিশর – সাহিত্য – ১৯৮৮
ইয়াসির আরাফাত – ফিলিস্তিন – শান্তি – ১৯৯৪
আহমেদ জেবাইল – মিল – রসায়ন – ১৯৯৯
শিরিন এবাদি – ইরান – শান্তি – ২০০৩
মোহাম্মদ আল বারাদি – মিশর – শান্তি – ২০০৫
ড. মোহাম্মদ ইউনুস – বাংলাদেশ – শান্তি – ২০০৬
আরহান পামুক – তুরস্ক – সাহিত্য – ২০০৬
তাওয়াক্কুল কারমান – ইয়েমেন – শান্তি – ২০১১
মালালা ইউসুফজাঈ – পাকিস্তান – শান্তি – ২০১৪
আজিজ স্যানকার – তুরস্ক – রসায়ন – ২০১৫

একাধিকবার নোবেলজয়ী
ব্যক্তি – ক্ষেত্র – সাল
জন বার্ডিন – পদার্থ – ১৯৫৬ ও ১৯৭২
মেরি কুরি – পদার্থ, রসায়ন – ১৯০৩, ১৯১১
লিনাস পাওলিং – রসায়ন, শান্তি – ১৯৫৪, ১৯৬২
ফ্রেডারিক স্যাঙ্গার – রসায়ন -১৯৫৮ ও ১৯৮০
আন্তর্জাতিক রেডক্রস কমিটি – শান্তি – ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩
জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন – শান্তি – ১৯৫৪ ও ১৯৮১

নোবেল পুরস্কার প্রত্যাখান
১.স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখান করেন কতজন?
-২জন।
২.সরকারের চাপে নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেনি কতজন?
-৪ জন।

স্বেচ্ছায় প্রত্যাখ্যান
নাম – ক্ষেত্র – সাল
জ্যঁ পল সার্ত্রে – সাহিত্য – ১৯৬৪]
লি ডাক থো – শান্তি – ১৯৭৩

সরকারের চাপে গ্রহণ করতে পারেনি
রিচার্ড কুন – রসায়ন – ১৯৩৮
অ্যাডলফ বুটেনান্ট – রসায়ন – ১৯৩৯
গেরহার্ড ডোমাক – চিকিৎসা – ১৯৩৯
বরিস পাস্তেরনাক – সাহিত্য - ১৯৫৮
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2415 Views
    by sajib
    0 Replies 
    2412 Views
    by rajib
    0 Replies 
    1990 Views
    by kajol
    0 Replies 
    1362 Views
    by shihab
    0 Replies 
    1994 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]