Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4399
১.বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কবে?
-১৩৩৮ সালে।
২.বাংলার প্রথম সুলতানি যুগের সূচনা করেন কে?
-ফখরুদ্দীন মোবারক শাহ।
৩.কে সোনারগাঁয়ে প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের রাজধানী স্থাপন করেন?
-ফখরুদ্দিন মোবারক শাহ।
৪.বাহরাম খান কর্তৃক সোনার গাঁ শাসিত হয় কোন সময়কাল পর্যন্ত?
-১৩২৮-১৩৩৮ সাল পর্যন্ত।
৫.ফখরুদ্দিন মোবারক শাহ কোন স্থান দকল করে স্বাধীনতা ঘোষণা করেন?
-সোনারগাঁ।
৬.বাংলা্র প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠা কে?
-ফখরুদ্দিন মোবারক শাহ।
৭.বাংলায় স্বাধীন সুলতানি যুগের সময়কাল ছিল কোন পর্যন্ত?
-১৩৩৮-১৩৫৮ সাল।
৮.বাংলায় স্বাধীন সালতানাতের অবসান ঘটে কবে?
-১৫৩৮ সালে।
৯.বাংলায় শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
-গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
১০.সোনারগাঁয়ের বাইরে কোথায় দিল্লিরে গভর্নরগণ শাসন করছিল?
-লখনৌতি ও সাতগাঁও।
১১.লখনৌতি ও সাতগাঁও এর শাসনকর্তা কে ছিলেন?
-কদর খান ও ইজ্জতউদ্দীন ইয়াহিয়া।
১২.কারা মিলিতভাবে ফখরুদ্দিন মোবারক শাহকে সোনারগাঁ এ আক্রমণ করে?
- কদর খান ও ইজ্জতউদ্দীন ইয়াহিয়া।
১৩.ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁ এর রাজত্ব করেন কবে?
-১৩৩৮-১৩৪৯ সাল ।
১৪.ফখরুদ্দিন মোবারক শাহ এর পর কে স্বাধীন সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন?
-তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ।
১৫.কোন সুলতান চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেন?
-ফখরুদ্দিন মোবারক শাহ।
১৬.বাংলাকে দোযখ-ই-পুর-আজ নিয়ামত বলে অভিহিত করেন কে?
-ইবনে বতুতা।
১৭.ইবনে বতুতা কোন গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়?
-কিতাবুল রেহলা গ্রন্থে।

ইলিয়াস শাহী শাসন
ইলিয়াস শাহী বংশের সুলতান গণ
শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৭)
সিকান্দার শাহ (১৩৫৭-১৩৯৩)
গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৯৩-১৪১১)
সাইফুদ্দিন হামযা (১৪১১-১৪১২)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]