Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4388
তুঘলক বংশের শাসন
১.তুঘলক বংশের প্রথম শাসকের নাম কি?
-গিয়াসউদ্দিন তুঘলক (প্রথম নাম গাজী মালিক)।
২.গিয়াসউদ্দিন কখন ক্ষমতা লাভ করেন?
-১৩২০ সালে।
৩.দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
-মুহাম্মদ বিন তুঘলক।
৪.তাম্র মুদ্রা প্রচলন করেন কে?
-মুহাম্মদ বিন তুঘলক।
৫.দেবগিরির নতুন নামকরণ করা হয় কি?
-দৌলতাবাদ।
৬.মুহাম্মদ বিন তুঘলক তাম্র মুদ্রা প্রচলন করেন কবে?
-১৩৩৯ সালে।
৭.মুহাম্মদ বিন তুঘলক কখন সিংহাসনে আরোহণ করেন?
-১৩২৫ সালে।
৮.মুহাম্মদ বিন তুঘলকের আসল নাম কী?
-জুনা খাঁ।
৯.তৈমুর কখন ভারত আক্রমণ করেন?
-১৩৯৮ সালে।
১০.ফিরোজ শাহ তুঘলক কবে দিল্লির সিংহাসনে বসেন?
-১৩৫১ সালে।
১১.মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে কোন ঐতিহাসিক পর্যটকের আগমণ ঘটে?
-ইবনে বতুতা।
১২.মুহাম্মদ বিন তুঘলক কাকে প্রথম দিল্লির কাজী এবং পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত করে পাঠান?
-ইবনে বতুতা।
১৩.ইবনে বতুতা ভারতে আসেন কবে?
-১৩৩৪ সালে।
১৪.ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
-মরক্কো।
১৫.ইবনে বতুতার সফর সংক্রান্ত গ্রন্থের নাম কী?
-কিতাবুল রেহলা।

সৈয়দ ও লাদী বংশের শাসন
১.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
-খিজির খাঁ।
২.সৈয়দ বংশ কখন দিল্লির শাসন ক্ষমতায় বসে?
-১৪১৪ সালে।
৩.লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
-বাহলুল লোদি।
৪.ইবরাহীম লোদী ক্ষমতা গ্রহণ করেন কবে?
-১৫১৭ সালে।
৫.লোদী বংশের শেষ সুলতান কে?
-ইবরাহীম লোদী।

দিল্লি সালতানাতের পতন
১.দিল্লি সালতানাতের স্থায়িত্বকাল ছিল কত বছর?
-১২০৬-১৫২৬ খ্রি.পর্যন্ত।
২.কোন সুলতানের সময় দিল্লি সালতানাতের পতন হয়?
-সম্রাট বাবরের সময় ১৫২৬ সালে।
৩.কোন যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন হয়?
-পানিপথের প্রথম যুদ্ধে।
৪.পানিপথের প্রথম যুদ্ধ হয় কখন?
-২১ এপ্রিল ১৫২৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]