Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4380
১.ধূমকেতু কী?
-ধূমকেতু উজ্জ্বল মস্তকবিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বাষ্পময় বা ধূলিকণাময় গুচ্ছ থাকে।
২.ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি কত সালে ধূমকেতু পর্যবেক্ষণ করে?
-১৬৮২ সালে।
৩.হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
-৭৫ থেকে ৭৬ বছর।
৪.হ্যালির ধূমকেতু কার নামানুসারে করা হয়েছে?
-এডমন্ড হ্যালি।
৫.হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় কত সালে?
-৯ ফেব্রুয়ারি ১৯৮৬ সালে।
৬.হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কত সালে?
-২০৬১ সালে।
৭.হেল বপ ধূমকেতু আবিষ্কৃত হয় কবে?
-১৯৯৫ সালে।
৮.এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
-হেলবপ ধূমকেতু।

প্লটো
১.প্লটোর আয়তন কত?
-১.৭৯৫x ১০^৭ বর্গ কিমি।
২.প্লটোর ব্যাস কত?
-২৩৯০ কিমি।
৩.প্লটোর উপগ্রহ কয়টি?
-৩টি।
৪.প্লটো আবিষ্কার হয় কত সালে?
-২৩ জানুয়ারি ১৯৩০ সালে।
৫.প্লটো গ্রহের মর্যাদা বাতিল করা হয় কবে?
-২৪ আগস্ট ২০০৬।
৬.প্লটোর গ্রহের মর্যাদা বাতিল করে কোন সংস্থা?
-ইন্টার‌ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন।

বৈচিত্রের গ্রহ ও নক্ষত্র
বৈচিত্র – গ্রহ/নক্ষত্র
বৃহত্তম গ্রহ – বৃহস্পতি
গ্রহরাজ – বৃহস্পতি
হাজার বলয়ের গ্রহ – শনি
দ্রুততম গ্রহ – বুধ
পৃথিবীর নিকটতম গ্রহ – শুক্র
দিনে দুবার সূর্যোদয় ও সূর্যাস্ত – শুক্র
শুকতারা বা স্বন্ধ্যা তারা – শুক্র
লাল গ্রহ – মঙ্গল
নীল গ্রহ – পৃথিবী ও নেপচুন
সবুজ গ্রহ – ইউরেনাস
সর্বাধিক ঘনত্ব সম্পন্ন গ্রহ – পৃথিবী
বড় উপগ্রহ – টাইটান
উজ্জ্বলতম নক্ষত্র – লুব্ধক
সৌরজগতের বা সূর্যের নিকটতম গ্রহ – প্রক্সিমা সেন্টরাই

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন