Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4379
১.LDC কী?
-যেসব দেশের আর্থ-সামাজিক ও মানবসম্পদ সূচকে ধীর গতি পরিলক্ষিত হয় সেসব দেশকে বলা হয় স্বল্পোন্নত দেশ।
২. LDC এর পূর্নরূপ কী?
-Least Developed Countries.
৩.জাতিসংঘের সাধারণ পরিষদ কবে কত নং প্রস্তাবের মাধ্যমে LDC তালিকা প্রকাশ করে?
-১৮ নভেম্বর ১৯৭১ এবং ২৭৬৮ নং প্রস্তাব।
৪. LDC এর প্রথম তালিকা প্রকাশ করা হয় কবে?
-১৯৭১ সালে।
৫.এখন পর্যন্ত কতটি দেশ LDC এর অন্তর্ভুক্ত হয়েছে?
-৫৩টি।
৬.বাংলাদেশ কবে LDC এর তালিকায় অন্তর্ভুক্ত হয়?
-১৯৭৫ সালে।
৭.বর্তমানে LDC ভুক্ত দেশ কতটি?
-৪৭টি।
৮.সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
-দক্ষিণ সুদান।
৯.৪ ডিসেম্বর ২০২০ ও ১২ ফেব্রুয়ারি ২০২১ কোন দুটি দেশের LDC থেকে উত্তরণ ঘটবে?
-যথাক্রমে ভানুয়াতু ও অ্যাঙ্গোলা।
১০.কোন তিনটি দেশ LDC থেকে উত্তরণে দ্বিতীয়বারের মতো যোগ্যতা অর্জন করেছে?
-কিরিবাতি, সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে এবং সলোমন দ্বীপপুঞ্জ।
১১.১৬ মার্চ ২০১৮ কোন তিনটি দেশকে LDC থেকে উত্তরণে মানদন্ড পূরণ করেছে বলে অবিহিত করা হয়?
-বাংলাদেশ, লাওস, ও মিয়ানমার।
১২. LDC উত্তরণেল প্রাথমিক তালিকা তৈরি করে কোন সংস্থা?
-জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল এর উন্নয়ন নীতিবিষয়ক কমিটি।
১৩.CDP এর কত বছর অন্তর LDC থেকে উত্তরণের প্রাথমিক তালিকা তৈরি করে?
-প্রতি তিন বছর অন্তর।
১৪. CDP কতটি সূচকের ভিত্তিতে LDC এর তালিকা করে?
-৩টি।

অন্তর্ভুক্তি – উত্তরণ
GNI –১,০২৫ ডলার বা এর কম – ১,২৩০ ডলার বা এর বেশি
HAI – ৬০ বা এর কম – ৬৬ বা এর বেশি
EVI – ৩৬ বা এর বেশি – ৩২ বা এর কম

LDC এর উত্তরণ ঘটানো ৫ দেশ
দেশ – অন্তর্ভুক্তি – উত্তরণ
বতসোয়ানা – ১৯৭১ – প্যারিস, ফ্রান্স
কেপভার্দে – ১৯৭৭ – ২০ ডিসেম্বর ২০০৭
মালদ্বীপ – ১৯৭১ – ১ জানুয়ারি ২০১১
সামোয়া – ১৯৭১ – ১ জানুয়ারি ২০১৪
নিরক্ষীয় গিনি – ১৯৮২ – ৪ জুন ২০১৭

স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন
আয়োজন – সময়কাল – স্থান
প্রথম – ১-১৪ সেপ্টেম্বর ১৯৮১ – প্যারিস, ফ্রান্স
দ্বিতীয় – ৩-১৪ সেপ্টেম্বর ১৯৯০ – প্যারিস, ফ্রান্স
তৃতীয় – ১৪-২০ মে ২০০১ – ব্রাসেলস, বেলজিয়াম
চতুর্থ – ৯-১৩ মে ২০১১ – ইস্তানবুল, তুরস্ক
পঞ্চম – ২১-২৫ মার্চ ২০২১ – দোহা, কাতার

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]