Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4369
সিন্ধু সভ্যতা
১.সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
-পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে।
২.সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কারা?
-দ্রাবিড় জাতি।
৩.সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে?
-রাখাল দাস বন্দোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়া রাম সাহনী।
৪.সিন্ধু সভ্যতার সাথে কোন সভ্যতার মিল রয়েছে?
-সুমেরীয় সভ্যতা।
৫.মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
-পাকিস্তানের লারকানা জেলায়।
৬.হরপ্পা অবস্থিত কোথায়?
-পাঞ্জাবের মন্টোগোমারি জেলায়।
৭.কোন অঞ্চলে এ সভ্যতা গড়ে উঠেছিল?
-সিন্ধুনদের অববাহিকা।
৮.সিন্ধু সভ্যতার সংস্কৃতিক অনেক সময় কি বলা হয়ে থাকে?
-হরপ্পা সংস্কৃতি।
৯.সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কীরূপ?
-কৃষি নির্ভরশীল।
১০.কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিলেন?
-সিন্ধু সভ্যতার অধিবাসীরা।

হিব্রু সভ্যতা
১.হিব্রু সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে উঠে?
-জেরুজালেম।
২.হিব্রু জাতি বর্তমানে কোন দেশে বসবাস করে?
-ইসরাইল।
৩.হিব্রু আসলে কিসের নাম?
-ভাষার নাম।
৪.পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
-হিব্রু।
৫.হিব্রু অর্থ কী?
-নিচু বংশের লোক বা যাযাবর।
৬.হিব্রুদের আদিবাস কোথায়?
-আরব মরুভূমিতে।
৭.ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করে কারা?
-হিব্রুরা।
৮.হিব্রুরা কোন ধর্মাবলম্বী?
-ইহুদী।
৯.হিব্রুদের শিল্প ও সাহিত্যে সৃষ্টিতে উৎসাহ যুগিয়েছে কে?
-পুরাতন টেস্টামেন্ট।
১০.হিব্রুদের প্রথম ধর্মীয় নেতা কে?
-হযরত মুসা (আ)।
১১.হযরত মুসা (আ) হিব্রুদের নিয়ে কোথায় আসেন?
-সিনাই উপদ্বীপে।
১২.হিব্রুদের সবচেয়ে বড় অবদান কোন ক্ষেত্রে?
-ধর্মের ক্ষেত্রে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    863 Views
    by tamim
    0 Replies 
    722 Views
    by raja
    0 Replies 
    644 Views
    by mousumi
    0 Replies 
    1044 Views
    by kajol
    0 Replies 
    965 Views
    by raihan

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]