Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4367
সাবাস বাংলাদেশ
১.সাবাস বাংলাদেশের অবস্থান কোথায়?
-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে প্রধান ফটকের বাঁয়ে মুক্তাঙ্গণের উত্তর পাশে।
২.এর উদ্বোধন করা হয় কবে?
-১০ ফেব্রুয়ারি ১৯৯২ সালে।
৩.এটি উদ্বোধন করেন কে?
-শহিদ জননী জাহানারা ইমাম।
৪.এর ভাস্কর কে?
-নিতুন কুন্ড।

সংশপ্তক
১.সংশপ্তকের অবস্থান কোথায়?
-জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে।
২.এর ভাস্কর কে?
-হামিদুজ্জামান খান।

স্মারক ভাস্কর্য
১.স্মারক ভাস্কর্য এর অবস্থান কোথায়?
-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে।
২.এর স্থপতি কে?
-মর্তুজা বশীর।

স্মৃতি অম্লান
১.স্মৃতি অম্লানের অবস্থান কোথায়?
-রাজশাহী শহরে শহিদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সড়তের দ্বীনেভেদ্রা এলাকায়।
২.এটি কবে উদ্বোধন করা হয়?
-২৬ মার্চ ১৯৯১ সালে।
৩.এটি উদ্বোধন করেন কে?
-শহিদ মুক্তিযোদ্ধা আবুল খায়ের সাইফুল ইসলাম ঠান্ডুর বাবা আজিজুর রহমান সরকার।
৪.এর মূল পরিকল্পনাকারী কে?
-রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার আবদুর রব।
৫.এর স্থপতি ও ডিজাইনার কে?
-রাজিউদ্দীন আহমদ।

জয় বাংলা জয় তারুণ্য
১.জয় বাংলা জয় তারুণ্য এর অবস্থান কোথায়?
-ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল সংলগ্ন ব-দ্বীপ।
২.এর স্থপতি কে?
-আলাউদ্দীন বুলবুল।
৩.এটি উদ্বোধন করেন কবে?
-২২ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে।
৪.এর উদ্বোধক কে?
-শহিদ জননী জাহানারা ইমাম।

মুক্তবাংলা
১.মুক্তবাংলা এর অবস্থান কোথায়?
-ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
২.এর ভাস্কর কে?
-রশীদ আহমেদ।
৩.এটি উদ্বোধন করা হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৯৬ সালে।
৪.এর আয়তন কত ফুট?
-৪০ ফুট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]